IndiGo Airlines (Photo Credits: Twitter)

নয়াদিল্লি: ইন্ডিগোর মুম্বই-দিল্লি (6E 651) ফ্লাইট আহমেদাবাদে জরুরি অবতরণ করেছে। ইন্ডিগো জানিয়েছে যে নিরাপত্তা সতর্কতার কারণে ফ্লাইটটি আহমেদাবাদে পাঠানো হয়েছিল। এখানে সব যাত্রীকে নিরাপদে বিমান থেকে নামানো হয়েছে। ইন্ডিগো ছাড়াও, আকাসা এয়ারের দিল্লি-ব্যাঙ্গালোর ফ্লাইটে বোমার হুমকি (Bomb Threat) ছিল। বিমানটিতে ১৭৭ জন যাত্রী এবং ৭ জন কেবিন ক্রু ছিলেন। হুমকির পরে, ফ্লাইটটিকে দুপুর ২টা নাগাদ দিল্লিতে ফিরিয়ে আনা হয় এবং আইজিআই বিমানবন্দরে অবতরণ করা হয়।

উল্লেখ, গত ১৫ অক্টোবর ৭টি ফ্লাইটে বোমার হুমকি পাওয়া যায়। সারাদিনে ৭টি ফ্লাইটের হুমকির কারণে নিরাপত্তা সংস্থাগুলো অনেক বিমানবন্দরে সন্ত্রাসবিরোধী মহড়া চালায়।