রতন টাটার আদর্শের গুনমুগ্ধ ভক্ত ছিলেন অনেকেই। সেই ভক্তের সংখ্যা ছড়িয়ে গিয়েছিল ভারতের বাইরেও। তাই এদিন শিল্পপতির মৃত্যুতে দেশবিদেশের অসংখ্য মানুষও ছুঁটে এসেছেন মুম্বইতে। মার্কিন যুক্তরাষ্ট্রের কনস্যুলেট জেনারেল মাইক হাঙ্কি আসেন এদিন। তিনি এসে বলেন, "মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারের প্রতিনিধি হিসেবে আমি এখানে এসেছি। তাঁর ব্যক্তিত্ব, অর্থনীতিতে পারদর্শী ও সমাজের একজন নেতা হিসেবে তাঁর জনপ্রিয়তা দেখে আমি অবাক হয়ে গিয়েছি। আর তাঁর প্রভাবও বাইরের দেশে খুব ভালোভাবেই পড়েছিল"।

মাইক হাঙ্কি আরও বলেন, "শিক্ষাক্ষেত্রে ওনার কর্নেল বিশ্ববিদ্যালয়, দক্ষিণ ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের মতো শীর্ষ মার্কিন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ ছিল। উনি প্রতিটি প্রজন্মের মানুষকে অনুপ্রাণিত করেছেন। আমি তাঁর সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করেছি, তাঁর সঙ্গে প্রযুক্তি সংক্রান্ত বিষয় নিয়ে অনেক কথা হয়েছে। আমি তাঁর সঙ্গে কথা বলে অনুপ্রাণিত হয়েছি। তাঁর মৃত্যু নিঃসন্দেহে একটা বড় ক্ষতি"।