![](https://bnst1.latestly.com/wp-content/uploads/2024/06/image-380x214.jpeg)
মুম্বই, ১৯ জুনঃ অনলাইনে অর্ডার করা আইসক্রিমের মধ্যে থেকে মিলেছিল মানুষের আঙুলের টুকরো। দিন কয়েক আগে মুম্বইয়ের এক চিকিৎসকের সঙ্গে ঘটে যাওয়া সেই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনা ঘিরে থানায় লিখিত অভিযোগও দায়ের করেন ওই চিকিৎসক। সেই অভিযোগ পেয়ে পুনের ওই ডেয়ারি সংস্থার কারখানার হানা দেয় পুলিশ এবং ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অব ইন্ডিয়া। শনিবার সেই কারখানার তালা ঝুলিয়ে দেওয়া হয়। কারখানা বন্ধ হলেও আইসক্রিমের মধ্যে মেলা ওই মানুষের আঙুলের টুকরো আদতে কার তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছিল। মুম্বই পুলিশের তদন্তে ভেদ হল সেই রহস্য। জানা গিয়েছে, আইসক্রিমে থাকা ওই কাটা আঙুলের টুকরো আসলে ওই কারখানারই এক কর্মীর।
আরও পড়ুনঃ আইসক্রিমে কাটা আঙুল, কেন্নোর পর এ বার চকোলেট সিরাপে মিলল মরা ইঁদুর, কাঠগড়ায় ‘জেপ্টো’
তদন্তে জানা গিয়েছে, অনলাইন অর্ডার পেয়ে ওই আইসক্রিম যেদিন প্যাক করা হয়েছিল সেদিনই ডেয়ারি কারখানায় একজন কর্মীর দুর্ঘটনায় আঙুল কেটে যায়। পুলিশের অনুমান ওই কর্মীর কাটা আঙুলের টুকরো কোনভাবে আইসক্রিমের মধ্যে চলে গিয়েছে। তবে ওই আঙুলের টুকরো কর্মীর কিনা তা নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষার জন্যে কর্মীর নমুনা পাঠানো হয়েছে। রিপোর্ট এলেই জানা যাবে আসল ঘটনা।