Road Accident (Photo Credit: X)

মধ্যপ্রদেশের খাড়গোন (Khargone) জেলায় হয়ে গেল মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। জানা যাচ্ছে, দ্রুতগতিতে আসা একটি বেসরকারী বাস আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। যে কারণে এক শিশু ও তিন মহিলা সহ মোট চারজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। আহত কমপক্ষে ২১ জন। জানা যাচ্ছে, শনিবার বিকেলে খাড়গোন থেকে আলিরাজপুরের উদ্দেশ্যে এই যাত্রীবাহী বাসটি রওনা দিয়েছিল। সেই সময় জিরাটপুরা ক্রসিংয়ের কাছে সিগাঁও এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে উল্টে যায়। ততক্ষণাৎ ঘটনাস্থলে চলে আসে স্থানীয় বাসিন্দারা। তাঁরাই উদ্ধারকাজে হাত লাগায়।

অন্যদিকে এই ঘটনার পরেই স্থানীয় পুলিশ ঘটনাস্থলে চলে আসে। আহতদের মধ্যে কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় জেলা হাসপাতালে ভর্তি করানো হয়। এবং কয়েকজনকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ায় হয়। ২১ জনের মধ্যে অনেকের অবস্থাই বেশ আশঙ্কাজনক। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। এই ঘটনার পর বাসের কনডাক্টরকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। যদিও ঘটনাস্থল থেকে বাসের চালক পালিয়ে গিয়েছে। তাঁকে খুঁজতে ইতিমধ্যেই তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ।