একসময় জেডিইউ-তে অন্যতম ভরসাযোগ্য নেতা ছিলেন  (Ramchandra Prasad Singh)। মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের দল সামলেছেন দীর্ঘ সময় পর্যন্ত। পরবর্তীকালে জেডিইউ যখন এনডিএ ছেড়ে বিরোধী জোটে সামিল হল, তখন মতানৈক্যের কারণে জেডিইউ ছেড়ে বিজেপিতে যোগ দেন আরসিপি। তবে সেখানেও টিকল না মন। অবশেষে বৃহস্পতিবার নিজের দল ঘোষণা করলেন প্রাক্তন মন্ত্রী রামচন্দ্র প্রসাদ সিং। এদিন বিহারের এই প্রভাবশালী নেতা আপ সবকি আওয়াজ নামে নয়া একটি দল গঠন করেন। আগামী বিধানসভা নির্বাচনে এই দল এককভাবে লড়বে বলে ঘোষণাও করেছেৈন।

প্রসঙ্গত, জেডিইউ এনডিএ-এর সঙ্গত্যাগ করে কংগ্রেস ও আরজেডির সঙ্গে হাত মেলানোর পর থেকেই আরসিপির সঙ্গে মতবিরোধ শুরু হয়েছিল নীতিশ কুমারের। এমনকী দলে থেকে সেই সময় দলবিরোধী মন্তব্য করে ক্ষোভপ্রকাশ করেছিলেন আরসিপি। তারপরেই জেডিইউ ছেড়ে বিজেপিতে যোগ দেন তিনি। কিন্তু বিজেপিতে থেকেও বিশেষ সুবিধা করতে পারেননি তিনি। মন্ত্রীত্ব তো দূরের কথা, সংগঠনের কোনও দায়িত্বও দেওয়া হয়নি তাঁকে। ১৮ মাস পর বিজেপি ছেড়ে নিজের দল ঘোষণা করার হুঁশিয়ারি দিয়েছিলেন আরসিপি।