ফিরোজপুর: প্রাক্তন কংগ্রেস বিধায়ক কুলবীর সিং জিরাকে মঙ্গলবার ভোর ৪টার সময় তাঁর বাড়ি থেকে গ্রেফতার করেছে ফিরোজপুর পুলিশ। গত ১৩ অক্টোবর কেন্দ্রের ব্লক ডেভেলপমেন্ট প্রোগ্রাম অফিসার (বিডিপিও) সুরজিত সিং জিরার বিরিদ্ধে সরকারি কর্মীদের দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগে মামলা দায়ের করেন। প্রাক্তন বিধায়কের গ্রেফতারের ঘটনায় কংগ্রেস পার্টির কর্মী ও সমর্থকরা 'মুর্দাবাদ' স্লোগান তুলে পাঞ্জাব সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন।
জিরার (Former Congress MLA Kulbir Singh Zira) বিরুদ্ধে বিডিপিও অফিসে গিয়ে সরকারি কাজে বাধা দেওয়ার এবং রেকর্ড কারচুপির অভিযোগ রয়েছে। প্রাক্তন বিধায়ককে পুলিশ বিচার বিভাগীয় বিচারকের বাসভবনে হাজির করা হয়। তাঁকে ৩১ অক্টোবর পর্যন্ত ফিরোজপুর কারাগারে পাঠানো হয়।
দেখুন
Punjab: Former Congress MLA Kulbir Singh Zira arrested
Read @ANI Story |https://t.co/LoFMrNZS2s#KulbirSinghZira #Punjab #Congres pic.twitter.com/Rfj6OV27OR
— ANI Digital (@ani_digital) October 17, 2023