Representational Image (Photo Credits: PTI)

কানপুরে মর্মান্তিক ঘটনা। ভারত ও অস্ট্রেলিয়ার বিশ্বকাপ ফাইনাল (World Cup final) খেলার দিন টিভি বন্ধ করায় বাবা শ্বাসরোধ করে হত্যা করল ছেলেকে। চাকেরি থানার ইনচার্জ জিতেন্দ্র সিং জানিয়েছেন, অভিযুক্ত ৫০ বছর বয়সী গণেশ নিষাদের ৩৫ বছর বয়সী ছেলে দীপক তাঁকে ফাইনাল ম্যাচ দেখতে না দেওয়া তিনি খুব রেগে যান। তিনি এতটাই রেগে গিয়েছিলেন যে, বাড়ির কেবল তার দিয়ে ছেলের গলায় ফাঁস লাগিয়ে তাঁকে শ্বাসরোধ করে হত্যা করে। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, রবিবার টিভিতে ম্যাচ দেখার সময় অভিযুক্ত মদ খেয়ে বাড়িতে ফিরেছিলেন। আরও পড়ুন: Dance During Funeral Video: মৃতদেহ থাকা খাট নিয়ে চটুল গানের সঙ্গে খুশিতে নাচ, দেখুন ভাইরাল ভিডিয়ো

সূত্রে খবর, দীপক সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তিনি কালিপূজা উদযাপনের জন্য বাড়িতে ফিরেছিলেন। বিশ্বকাপ ফাইনালের দিন তিনি তাঁর বাবাকে রান্না করতে বলছিলেন। বারবার খাবার রান্না করতে বলা সত্ত্বেও তিনি রান্না করতে না যাওয়াই দীপক হঠাৎ করে টিভি বন্ধ করে দেন। এপরই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।