১০ বছর পর রাজ্যে নির্বাচন। আর সেই নির্বাচনে বিজেপি, পিডিপির মতো শক্তিশালী দলগুলিকে হারিয়ে সরকার গড়তে চলেছে এনসি ও কংগ্রেস জোট। সেই সঙ্গে এই নির্বাচনে জম্মু-কাশ্মীরে একক বৃহত্তম দল হিসেবে আত্মঃপ্রকাশ ঘটেছে ফারুক আবদুল্লার (Farooq Abdullah) দলের। এই জোট থেকে যদি কংগ্রেস সরেও যায় তাহলেও এনসিকে সরকার গঠন করতে কেউ আটকাতে পারবে না। তবে এই নির্বাচনে একাধিকবার এনসি-কে করার চেষ্টা করেছে বিজেপি। কখনও তাঁদের পাকিস্তানের সমর্থক বলা হয়েছে, আবার কখনও বলা হয়েছে এনসি ক্ষমতায় এলে রাজ্যে জঙ্গিপন্থী কার্যকলাপ বেড়ে যাবে। অবশেষে এই দাবিগুলির যোগ্য জবাব দিলেন জেকেএনসি সুপ্রিমো ফারুক আবদুল্লা।
শ্রীনগরে তিনি বলেন, জম্মুতে হিংসার জন্ম কে দিয়েছে? কংগ্রেস বা এনসি এই ধরনের কাজ করে না। নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির মন্ত্রীরা এসে উপত্যকায় হিংসা ছড়িয়েছে। আমরা কখনই আতঙ্কবাদীদের সমর্থন করি না। ফলে এই ধরনের অভিযোগ করার আগে দুইবার ভেবে নেওয়া উচিত। আমাদের এখন একটাই লক্ষ্য জম্মু-কাশ্মীরের উন্নয়ন।
#WATCH | Srinagar, J&K: On PM Modi's remarks on Congress party, National Conference chief Farooq Abdullah says, "Who gave birth to hatred in Jammu, did the Congress do it? The Home Minister also came, the Prime Minister also came, many of their ministers came to create… pic.twitter.com/tvBMP7tH5s
— ANI (@ANI) October 9, 2024