![](https://bnst1.latestly.com/wp-content/uploads/2023/05/PTI-2-380x214.jpg)
মুম্বয়ে ২০ বছর বয়সী এক যুবক গত ১ নভেম্বর আত্মহত্যা করেন। প্রায় দুই মাস তাঁর প্রাক্তন বান্ধবীর বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগ আনা হয়েছে। ২০ বছর বয়সী কলেজ ছাত্রের নাম শচীন হাওয়ালে। তাঁর বাবা পুলিশ অভিযোগে জানিয়েছেন, শচিন তাঁর প্রাক্তন বান্ধবীর ব্ল্যাকমেল সহ্য করতে না পারায় আত্মহত্যা করেছিলেন। তিনি অভিযোগ করেছেন, তাঁর প্রাক্তন বান্ধবী তাঁকে পুলিশ মামলায় জড়ানোর হুমকি দিয়েছিল এবং তাঁর কাছে ১ লক্ষ টাকা দাবি করেছিল। আরও পড়ুন: Rajasthan : রাজস্থানে মহিলাকে ধর্ষণে অভিযুক্ত ৩ পুলিশ, দায়ের মামলা