Nabi Dibas: ইসলাম ধর্মে ‘ইদ-মিলাদ-উন-নবী’ (Eid Milad Un Nabi) অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। ইদ-মিলাদ-উন-নবী উৎসবটি বাংলায় নবী দিবস (Nabi Dibas) নামে পরিচিত। অনেক স্থানে এটি মাওলিদ নামেও পরিচিত। এই দিনটি ইসলাম ধর্মের প্রবর্তক নবী মহম্মদের জন্মদিন (Prophet Muhammad's Birthday)। নবী মহম্মদের জন্ম মক্কায়, তাঁর পিতার নাম আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব। প্রতি বছর মহম্মদের জন্মদিনটি স্মরণ করে পালিত হয় ইদ-মিলাদ-উন-নবী। জেনে নিন এবছর বিশেষ দিনটি কোন তারিখে উদযাপিত হবে-
ইসলামি ক্যালেন্ডার অনুসারে রবিউল-আওয়াল মাসের ১২ তারিখ হজরত মহম্মদ জন্মগ্রহণ করেছিলেন। গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসারে ৫৭০ খ্রিষ্টাব্দে তাঁর জন্ম হয়েছিল। ২০২৪ সালে দিনটি পড়বে ১৫ বা ১৬ সেপ্টেম্বর। মূলত চাঁদ দেখতে পাওয়ার উপর নির্ভর করে বিশেষ দিনটি কবে। বিশ্বের বিভিন্ন মুসলিম দেশগুলিতে এই দিনটি আড়ম্বরের সঙ্গে পালন করা হয়।
উল্লেখ্য, আরব প্রাচ্যে যখন অন্ধকারযুগ চলছে, মানুষ যখন জুয়া, লুটপাট, অত্যাচার, মহিলাদের ওপর যৌনহেনস্থা, নিপীড়নে ব্যস্ত। মানুষ তাঁদের নীতিবোধ হারিয়ে ভয়ংকর এক সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে সে সময় হযরত মহম্মদ ইসলাম ধর্ম প্রচারে নেতৃত্ব দেন। তিনি মানুষের মধ্যে শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেন। সুন্দর নিয়মমাফিক জীবনযাপন করতে সে সময় বহু মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেন, আস্তে আস্তে ইসলাম ধর্ম বিপুল এলাকা জুড়ে প্রসার লাভ করে। মহম্মদকে ইসলাম ধর্ম মানুষের কাছে ব্যাখ্যা করতে অনেক অসুবিধার সম্মুখীনও হতে হয়েছিল। শত্রুদের অত্যাচার-নিপীড়নও তাঁকে সইতে হয়েছে। কিন্তু, তিনি তাঁর লক্ষ্য থেকে বিচ্যুত না হয়ে মানুষকে ইসলাম ধর্মের গুরুত্ব সম্পর্কে ব্যাখ্যা করে যান।