দিল্লি, ৩ ফেব্রুয়ারিঃ বারে বারে ইডির সমন এড়িয়ে চলেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। দিল্লির আবগারি দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদ করার জন্য শুক্রবার কেজরিকে তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। আগের চারবারের মত এবারও ইডি-র তলবে সাড়া দিলেন না আপ (AAP) প্রধান। এই নিয়ে পঞ্চমবার। এবার দিল্লির মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আদালতের দারস্ত হয়েছেন ইডি আধিকারিকরা। শনিবার দিল্লির রাউস এভিনিউ আদালতে কেজরিওয়ালের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে তদন্তকারী সংস্থা। ইডি সূত্রে খবর, দিল্লির আবগারি দুর্নীতি মামলায় অরবিন্দের বিরুদ্ধে বেশ কিছু তথ্য এদিন আদালতে জমা দেওয়া হয়েছে। এরপর ৭ ফেব্রুয়ারি আরও কিছু তথ্য আদালতে পেশ করবে ইডি।
লোকসভা নির্বাচনের মুখে বেজায় চাপে আপ সুপ্রিমো। একদিকে আবগারি দুর্নীতি মামলায় একের পর এক সমনের পর আদালতের দারস্ত ইডি। অন্যদিকে মুখ্যমন্ত্রীকে দিল্লি ক্রাইম ব্রাঞ্চের নোটিস। সদ্য বিজেপির বিরুদ্ধে আম আদমি পার্টির (Aam Aadmi Party) বিধায়কদের 'কেনার' চেষ্টার অভিযোগ তুলেছিলেন কেজরি। সেই অভিযোগের বিরুদ্ধে পালটা অভিযোগ দায়ের করেছে বিজেপি (BJP)। সেই মামলায় অরবিন্দকে নোটিস পাঠিয়েছে দিল্লির ক্রাইম ব্রাঞ্চ।
সদ্য জমি কেলেঙ্কারি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন (Hemant Soren)। সোরেনের গ্রেফতারি নিয়ে বিতর্কের ঝড়ের মাঝে ইন্ডিয়া (INDIA) জোটের আরও এক শরিক আপ নেতা তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে জেলে ভরতে চাইছে ইডি, এমনই অভিযোগ তুলছে রাজনৈতিক দলগুলি। আম আদমি পার্টির তরফে দাবি করা হচ্ছে, কেজরিওয়ালকে গ্রেফতার করাই মোদীর লক্ষ্য। দিল্লির সরকার ফেলে দিয়ে বিজেপি রাজধানীতে সরকার গড়তে চায়।