কংগ্রেস ও বিজেপি সাংসদের জেরে বৃহস্পতিবার উত্তপ্ত হয় সংসদ ভবন। দুই দলের সাংসদদের মধ্যে হাতাহাতি পর্যন্ত গড়ায়। এমনকী এই ধস্তাধস্তির মধ্যে ছিলেন খোদ রাহুল গান্ধী (Rahul Gandhi)। বিজেপির অভিযোগ, রাহুলে ধাক্কায় আহত হয়েছেন বিজেপি সাংসদ প্রতাপ চন্দ্র সারেঙ্গি ও মুকেশ রাজপুত। এমনকী সারেঙ্গি নাকি হাসপাতালের আইসিইউতে ভর্তি। এই ঘটনা নিয়ে পাল্টা নিন্দার ঝড় তুলেছে বিজেপি। সারা দেশে এই নিয়ে বিক্ষোভ হচ্ছে। এরমধ্যেই লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে একাধিক ধারায় এফআইআর দায়ের করল দিল্লি পুলিশ।
জানা যাচ্ছে, প্রাথমিকভাবে ভারতীয় ন্যায় সংহিতার অনুযায়ী খুনের চেষ্টা (১০৯), স্বেচ্ছায় আঘাত করা (১১৫), স্বেচ্ছায় গুরুতর আঘাত করা (১১৭), অন্যের জীবন বা ব্যক্তিগত নিরাপত্তা বিপন্ন করা (১২৫), অপরাধমূলক শক্তি ব্যবহার করা (১৩১), অপরাধের জন্য ভীতি প্রদর্শন (৩৫১), সহ একাধিক ধারায় এফআইআর দায়ের করা হলেও পরবর্তীকালে খুনের চেষ্টার অভিযোগ তুলে নেওয়া হয়।
Delhi Police has filed an FIR against Rahul Gandhi, the Leader of Opposition in the Lok Sabha, under multiple sections of the IPC, including causing hurt, endangering life, using criminal force, and criminal intimidation pic.twitter.com/jPTmNIaTNX
— IANS (@ians_india) December 19, 2024