Esha Deol With Her Parents (Photo Credit: Instagram)

গতকাল অর্থাৎ সোমবার থেকেই শুরু হয়েছে বিতর্ক। বর্ষীয়ান নেতা ধর্মেন্দ্রর (Dharmendra) মৃত্যু নিয়ে চলছে বিস্তর জোলঘোলা। আদৌ তিনি বেঁচে আছেন নাকি ভেন্টিলেশন সাপোর্টে র‍য়েছেন এই নিয়ে জোড় জল্পনার সৃষ্টি হয়েছে। সোমবার সন্ধ্যায় গুজব উড়িয়ে স্বামীর দ্রুত সুস্থতার জন্য প্রার্থনার আর্জি জানান স্ত্রী হেমা মালিনী। মঙ্গল সকাল থেকে যখন ফের শিরোনামে 'বীরু'-এর মৃত্যু সংবাদ তখন নীরবতা ভাঙলেন ধর্মেন্দ্র কন্যা এশা দেওল। সমাজমাধ্যমে তিনি লেখেন, "গত কয়েকদিন ধরে আমার বাবার শারীরিক অবস্থা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে নানা রকম খবর ছড়িয়ে পড়েছে। দুঃখের বিষয়, এই প্রতিবেদনগুলির অনেকটাই সম্পূর্ণ ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর। এত দ্রুত ভুল তথ্য ছড়িয়ে পড়ে যে তার ফলে অযথা উদ্বেগ ও গুজব ছড়াচ্ছে। যা আমাদের পরিবারের জন্য এবং বাবার শুভাকাঙ্ক্ষীদের জন্য খুব কষ্টদায়ক।"

শুধু তাই নয়, এশা আরও বলেন, "আমি সবাইকে জানাতে চাই, বাবার অবস্থা এখন স্থিতিশীল। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন। আমি আমার পরিবাররে তরফে সকল চিকিৎসক ও সেবাকর্মীদের আন্তরিক ধন্যবাদ। তাঁদের ভালবাসা ও যত্নে বাবা সেরে উঠছেন। এই মুহূর্তে আমাদের পরিবারের সবচেয়ে প্রয়োজন কিছুটা ব্যক্তিগত সময় ও মানসিক শান্তি। তাই বিনীতভাবে অনুরোধ করছি যাচাই না করে ভুয়ো খবর ছড়ানো থেকে বিরত থাকুন। এই কঠিন সময়ে আমাদের গোপনীয়তা বজায় রাখতে সাহায্য করুন। "

 ধর্মেন্দ্রর মৃত্যু বিতর্কে মুখ খুললেন মেয়ে এশা

 

View this post on Instagram

 

A post shared by ESHA DEOL (@imeshadeol)