Anil Antony (Photo Credits: Twitter)

দলত্যাগ করলেন কংগ্রেস নেতা (Congress Leader) এ কে অ্যান্টনির (AK Antony) পুত্র অনিল অ্যান্টনি (Anil Antony)। বুধবার, ২৫ জানুয়ারি সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতি জারি করে নিজের কংগ্রেস ছাড়ার সিদ্ধান্ত ঘোষণা করেন তিনি। দলত্যাগের বিবৃতি প্রকাশের ঠিক আগের দিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (BBC Documentary on Narendra Modi) নিয়ে বিবিসির তৈরি তথ্যচিত্রের উপর বিরক্তি প্রকাশ করেছিল কংগ্রেস। কেরালার কংগ্রেস আইটি সেলের অংশ ছিলেন অনিল অ্যান্টনি।

অনিল অ্যান্টনির কংগ্রেস ত্যাগের টুইটঃ 

নিজের টুইটার হ্যান্ডেল থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেছেন অ্যান্টনি পুত্র। লিখেছেন, 'আমি আমার যাবতীয় দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছি। যারা বাক স্বাধীনতার পক্ষে থেকে বাদ স্বাধীনতা নিয়ে কথা বলেন তাঁরাই আজ অসহিষ্ণু হয়ে পড়েছেন। এটা একধরণের ভণ্ডামি। আর আমি ভণ্ডামি সমর্থন করি না। জীবন কখনও কারুর জন্যে থেমে থাকে না'।