Ashwini Vaishnaw. (Photo Credits: PTI)

সুপারস্টার আল্লু অর্জুনের (Allu Arjun) গ্রেফতারির ঘটনায় এবার শুরু রাজনৈতিক তরজা। রাজ্যের শাসক দল কংগ্রেস হওয়ার কারণে সরাসরি আক্রমণ শানাল বিজেপি। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw) এদিন বলেন, "আল্লু অর্জুনের মতো অভিনেতার গ্রেফতারির পর এটাই প্রমাণ হল যে কংগ্রেসের সৃজনশীল শিল্পের সঙ্গে যুক্ত মানুষদের জন্য কোনও সহানুভূতি নেই। সন্ধ্যা থিয়েটারের সামনে যে ঘটনাটি ঘটেছিল তাতে রাজ্য ও স্থানীয় পুলিশ প্রশাসনের দুর্বলভাবে নিরাপত্তা ব্যবস্থার ছবি ফুটে উঠেছে। আর নিজেদের দোষ ঢাকতেই আল্লু অর্জুনকে গ্রেফতার করা হয়েছিল"।

তিনি আরও বলেন, "তেলেঙ্গানা সরকারের উচিত ওইদিন যারা নিরাপত্তার দায়িত্বে যুক্ত ছিলেন এবং যার নেতৃত্বে নিরাপত্তা ব্যবস্থা ছিল তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া। তা না করে যাদের বিরুদ্ধে আঙুল তোলা সহজ. যাদের ওপর কালি ছেটানো সহজ, তাঁদের বিরুদ্ধেই আইনি পদক্ষেপ নিচ্ছে"। প্রসঙ্গত, পুষ্পা ২ সিনেমার প্রিমিয়ার অনুষ্ঠানে হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে আল্লু অর্জুনকে দেখতে উপচে পড়া ভিড় হয়েছিল। আর সেই ভিড় নিয়ন্ত্রণ করতে না পাড়ায় চুড়ান্ত বিশৃঙ্খলা হয়। পদপিষ্ট হয়ে এক মহিলার মৃত্যুও হয়েছিল সেদিন।