মুম্বইয়ের যথেষ্ট প্রভাবশালী নেতা ছিলেন বাবা সিদ্দিকি (Baba Siddique)। তাঁর ইফতার পার্টিতে একডাকে গোটা বলিউড হাজির হবে না, এমন কোনওদিনও দেখা যায়নি। এমনকী শাখরুখ খান, সলমন খানের মতো সুপারস্টাররা এসে এই বাবা সিদ্দিকির বাড়িতে এসে দীর্ঘদিনে দ্বন্দ্ব দূর করে বন্ধু হয়েছিলেন। সেই বাবা সিদ্দিকিকে প্রকাশ্য রাস্তায় গুলি করে খুন করল তিন যুবক। যাঁদের মধ্যে একজন অবশ্য এখনও অধরা। যদিও এরা কে, কেনই বা এনসিপি নেতা (অজিত পাওয়ার পন্থী)-কে খুন করা হল, এ ব্যাপারে এখনও কিছুই জানা যায়নি। পরিবার সূত্রের খবর, দিন কয়েক আগে তাঁর কাছে একটি হুমকি ফোন এসেছিল। তারপরেই সিদ্দিকির নিরাপত্তা বাড়িয়ে ওয়াই ক্যাটাগরি করা হয়েছিল। কিন্তু তাতেও শেষরক্ষা হল না।

এদিক বাবা সিদ্দিকির মৃত্যু নিয়ে ফার্স্ট ট্র্যাক তদন্তের আশ্বাস দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ সিদ্দিকি। এমনকী ঘটনার পর কুপার হাসপাতালে এনসিপি নেতাকে দেখতেও যান একনাথ। অন্যদিকে, এই নিয়ে কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেছেন, বাবা সিদ্দিকির মতো নেতার মৃত্যুর খবর পেয়ে সকলে অবাক ও শোকস্তব্ধ। এই শোকের মুহূর্তে তাঁর পরিবার, বন্ধুবান্ধব ও কর্মী, সমর্থকদের প্রতি সমবেদনা জানাই। এই ঘটনার ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। এবং মহারাষ্ট্র সরকার যেন পুলিশ প্রশাসনকে দ্রুত ও স্বচ্ছ তদন্তের নির্দেশ দেয়।