কানপুর, ১৫ জুলাই: কিশোরীকে শ্লীলতাহানি ও অপহরণের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার চার যুবকের একটি দল। ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের (Uttar Pradesh ) কানপুরের চাকেরি এলাকায়। গতকাল বৃহস্পতিবার সন্ধায় ঘটনাটি ঘটেছে। নির্যাতিতার চিৎকার শুনে পথচারীরাই গাড়িটিকে থামিয়ে তাকে উদ্ধার করে। এর পর চার অভিযুক্তকে গণ প্রহারের পর পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আরও পড়ুন-'If Pushpa Was Made in Mumbai': মুম্বইয়ের পুরভোটের আগে ‘পুষ্পা’র ঢঙে শিবসেনাকে খোঁচা বিজেপির, দেখুন ভিডিও
নির্যাতিতার বয়স ১৬ বছর। এলাকার কলেজের ছাত্রী। ওই কিশোরী জিমে যাওয়ার জন্য বেরিয়েছিল। অভিযোগ, রাস্তাতেই কিশোরীকে আটকে শ্লীলতাহানির চেষ্টা করে চারজন। মেয়েটি বাধা দিলে জোর করে তাকে গাড়িতে তোলার চেষ্টা হয়। গাড়ি করে নিয়ে যাওয়ার পথে আর্ত চিৎকার শুনে পথচারীরা ছুটে এসে নির্যাতিতাকে উদ্ধার করে। অভিযুক্তদের গাড়ি থেকে নামিয়ে বেধড়ক মারধর করা হয়।
ধরতদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। তাদের নাম যথাক্রমে আকাশ দ্বিবেদি, আমান দ্বিবেদি, অনুভব তিওয়ারি, পীযূষ দীক্ষিত। চাকেরি তানায় ধৃতদের জেরা করা হয়েছে। পকসো আইনে ধৃতদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে