তিনবছর আগে বক্স অফিসে ঝড় তুলেছিল 'কান্তারা(Kantara)।' গত ২ অক্টোবর মুক্তি পেয়েছে ঋষভ শেট্টি পরিচালিত প্রিক্যুয়েল ‘কান্তারা চ্যাপটার ১(Kantara Chapter One)।’ তিন বছর ধরে এই ছবি বানিয়েছেন ঋষভ। মুক্তির প্রথম দিনেই ৬১ কোটির ব্যবসা করেছে এই ছবি। পাঁচ দিনে বিশ্বে প্রায় ৪১৫ কোটির ব্যবসা করে ফেলেছে এই ছবি। আর সাতদিনে ৪৫০ কোটি লক্ষ্মীলাভ।
লকডাউনের (Lockdown) পর, অর্থাৎ ২০২২ সালে দর্শকের মনে আলোড়ন ফেলে ঋষভ শেট্টি অভিনীত ও পরিচালিত এই ছবি। সেই সময় শুধু ছবি নিয়ে নয়, অভিনেতা ঋষভকে নিয়েও শুরু হয় চর্চা। তবে তিন বছরে সেই সাফল্য চলে যায় অন্তরালে। প্রায় তিন বছর পর ফের দর্শক মনে ফের সাড়া ফেলল কান্তারা।
মোট পাঁচটি ভাষা তেলুগু, কন্নড়, তামিল, হিন্দি, মালয়ালমে মুক্তি পেয়েছে এই ছবি। ‘কান্তারা: চ্যাপটার ১’ তৈরি করতে খরচ হয়েছে প্রায় ১২৫ কোটি টাকা। এই ছবি দেখতে দলে দলে প্রেক্ষাগৃহে ভিড় জমাচ্ছেন দর্শকেরা।
তবে এই ছবি নিয়ে সম্প্রতি কর্ণাটকের মন্দিরে শুরু হয়েছে প্রতিবাদ। দৈব উপাসকদের অভিযোগ, মানুষের ধর্মীয় বিশ্বাস নিয়ে ব্যবসা করা হচ্ছে এই ছবি নিয়ে। বিশেষ করে কর্ণাটকের উপকূলবর্তী অঞ্চলে ব্যাপক বিক্ষোভের সৃষ্টি হয়েছে। জানা গিয়েছে, এই ছবিতে দৈব উপাসকদের চরিত্র চিত্রায়ণ নিয়েই আপত্তি রয়েছে বিক্ষোভকারীদের। জানা গিয়েছে, ‘কান্তারা চ্যাপ্টার ওয়ান’-এর বিরুদ্ধে ম্যাঙ্গালুরুর বাজপে-এর কাছে অভিযোগ দায়ের করেছেন দৈব উপাসকরা। অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে বিভিন্ন মন্দিরে।
বক্স অফিসে বাজিমাত কান্তারা চ্যাপ্টার ওয়ানের, ৭ দিনে কয়েকশো কোটি টাকার ব্যবসা
Box Office Update 🎬
Rishab Shetty’s ‘Kantara Chapter 1’ continues its dream run, earning ₹34.25 Cr on Tuesday and ₹25 Cr on Wednesday, taking the total to ₹316 Cr — one of 2025’s biggest blockbusters!
Meanwhile, ‘Sunny Sanskari Ki Tulsi Kumari’ struggles amid Kantara’s storm… pic.twitter.com/sSofjcpWgU
— Galgotias Times (@galgotiastimes) October 9, 2025