নয়াদিল্লি: মুম্বইয়ের (Mumbai) একটি হৃদয় বিদারক ঘটনা সামনে আসছে। গত রবিবার মুম্বই পুলিশ গোরাই সমুদ্র তীরের কাছে টুকরো টুকরো করে কাটা একটি মৃতদেহ উদ্ধার করে। বিষয়টি নজরে আসতেই পুলিশ তৎপর হয়ে তদন্ত শুরু করে। পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, প্রাথমিক তদন্তে জানা গেছে যে মৃত ব্যক্তি প্রায় ৩০ থেকে ৩৫ বছর বয়সী একজন পুরুষ, যার ডান হাতে 'RA' ট্যাটু ছিল। নিহতদের শনাক্তকরণ ও অভিযুক্তদের খোঁজে বিভিন্ন দল গঠন করে বিভিন্ন স্থানে পাঠানো হয়। এর পরে তদন্তে মৃতকে সনাক্ত করে এবং তারপরে ভাইন্দর পুলিশের সহায়তায় হত্যার অভিযুক্ত মহম্মদ সাত্তারকে ভায়ান্দরের একটি বস্তি থেকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে আরও খবর, জিজ্ঞাসাবাদে অভিযুক্ত তার অপরাধ স্বীকার করেছে। অভিযুক্ত ব্যক্তি বলেছেন যে সেই ওই ব্যক্তিকে খুন করেছে। নিহত ও অভিযুক্ত দুজনেই বিহারের বাসিন্দা, দুজনেই পুনেতে শ্রমিকের কাজ করতেন। তাঁরা একে অপরের বন্ধু ছিলেন।
পুলিশের জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা জানায়, ঘটনাটি ঘটে ৩১ অক্টোবর। অভিযুক্ত ওই ব্যক্তিকে ভাইন্দরে তার ঘরে ডেকে মদ খাওয়ায়। মদ্যপানে থাকা অবস্থায় গলা কেটে হত্যা করে ওই ব্যক্তিকে। মৃতদেহটি একটি ছুরি দিয়ে সাত টুকরো করে, সেই টুকরোগুলি প্লাস্টিকের ব্যাগে ভোরে চারটি রঙের বালতিতে প্যাক করে। পরের দিন ১ নভেম্বর একটি অটোরিকশায় করে গোরাই জঙ্গলে রাস্তার পাশে ফেলে দেয়।