লখনউ: বর্তমানে রাজনীতির ময়দানে নেতানেত্রীদের এক-অপরের বিরুদ্ধে রণংদেহী মূর্তি ধরতেই দেখা যায়। মতাদর্শের লড়াই কোনও কোনও সময়ে বদলে যায় ব্যক্তিগত শত্রুতাতেও। কিন্তু, এই সমস্ত উদাহরণের মাঝেও কখন কখনও দেখা মেলে রাজনৈতিক সৌজন্যের। বিরল হলেও এমনই একটি ঘটনার সাক্ষী হতে চলেছে উত্তরপ্রদেশের বালিয়া (Ballia) লোকসভার মানুষ। কারণ সেখানে সমাজবাদী পার্টির সৃষ্টিকর্তা সদ্য প্রয়াত মুলায়ম সিং যাদবের স্মৃতিতে (Memory) একটি অডিটোরিয়াম (Auditorium)তৈরি করার কথা ঘোষণা করেছেন বিজেপি সাংসদ (BJP MP) বীরেন্দ্র সিং (Virendra Singh)।
স্থানীয় সূত্রে জানা গেছে, 'ধরত্রীপুত্র' (Dhartiputra) মুলায়ম সিং যাদবের (Mulayam Singh Yadav) নামে তৈরি হতে চলা ওই অডিটোরিয়ামের জন্য ইতিমধ্যেই নিজের সাংসদ কোটার টাকা থেকে ২৫ লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন বালিয়ার বিজেপি সাংসদ বীরেন্দ্র সিং। এই এলাকার প্রাক্তন সাংসদ মুলায়মের স্মৃতি যাতে সাধারণ মানুষের মন থেকে মুছে না যায় তার জন্যই এই উদ্যোগ।
এপ্রসঙ্গে বিজেপি সাংসদ বীরেন্দ্র সিং জানান, জাতীয় রাজনীতিতে মুলায়ম সিং যাদবের অবদান ও পিছিয়ে থাকা সম্প্রদায়গুলির উন্নয়নের জন্য তাঁর কর্মকাণ্ডকে সম্মান জানাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সমাজবাদী পার্টির (Samajwadi Party) প্রতিষ্ঠাতা মুলায়ম একদম তৃণমূল স্তর থেকে উঠে আসা এক অবিস্মরণীয় নেতা। যিনি সাধারণ মানুষের সমস্যা দূর করার জন্য সবসময় সচেষ্ট ছিলেন। জয়প্রকাশ নারায়ণ ও রাম মনোহর লোহিয়ার আদর্শকে সামনে রেখে তিনি দেশের জরুরি (Emergency) অবস্থার সময় গণতন্ত্র রক্ষার লড়াই চালিয়ে গিয়েছিলেন। দেশের প্রতিরক্ষামন্ত্রী থাকার সময়ও ভারতের সুরক্ষার জন্য সবসময় সচেষ্ট ছিলেন। তাই তাঁর স্মৃতিতে বালিয়াতে একটি অডিটোরিয়াম করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।