উপত্যকা দখলে একদিকে যেমন মরিয়া গেরুয়া বাহিনী, তেমনই অন্যদিকে জমি ছাড়তে নারাজ এনসি, পিডিপির মতো আঞ্চলিক দলগুলি। ১০ বছর অপেক্ষার পর অবশেষে জম্মু-কাশ্মীরে নির্বাচন (Jammu and Kashmir Assembly Election 2024) হতে চলেছে, তাই এবারের নির্বাচনে কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়েছে ন্যাশানাল কনফারেন্স। সেই কারণে ওমর আবদুল্লা, রাহুল গান্ধীদের খোঁচা দিতে ছাড়ছেন না অমিত শাহ, অনুরাগ ঠাকুরদের মতো নেতারা। এবার এই নিয়ে পাল্টা সমালোচনা করলেন এনসি নেতা ওমর আবদুল্লা। এদিন তিনি বলেন, ভয় দেখানো ছাড়া বিজেপি কিছুই করে না। বিজেপি শুধু বলে যাচ্ছে এখানে কংগ্রেস ও এনসি জোট সরকার গড়ে তাহলে নাকি এখানে আতঙ্কবাদী কার্যকলাপ বেড়ে যাবে। আবারও অশান্ত হয়ে উঠবে জম্মু-কাশ্মীর। কিন্তু মোদী-শাহরা জানেন না যে তাঁদের জমানাতেই উপত্যকা বেশি রক্তাক্ত হয়েছে।
এনসি নেতা আরও বলেন, আমাদের সরকার যখন ক্ষমতায় ছিল তখন এখানে আতঙ্কবাদীদের আনাগোনা কমে গিয়েছিল। শান্ত ছিল জম্মু-কাশ্মীর। সেনা জওয়ানদের ওপর সেভাবে হামলা হত না। কিন্তু বিজেপি এখানে শান্তি ফেরাতে ব্যর্থ। বিগত পাঁচ বছরে জম্মুর চেনাব ভ্যালি, পীর পাঞ্জল, রিয়াসি, কাঠুয়া সাম্বাতে আতঙ্কবাদীরা হামলা করেছে। এইসব এলাকাগুলিকে আমরা জঙ্গিমুক্ত করেছি। যদি আমরা আবার ক্ষমতায় আসি, তাহলে গোটা জম্মু-কাশ্মীরে শান্তি ফিরে আসবে।
#WATCH | Kishtwar, J&K | National Conference leader Omar Abdullah says, "...BJP doesn't do anything except create fear and threatening. BJP has been saying that if the National Conference-Congress govt comes to power then militancy will rise again. The Home Minister should… pic.twitter.com/Ou6oDK6i5p
— ANI (@ANI) September 10, 2024
আগামী ১৮ সেপ্টেম্বর জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচন। মোট ৯০ আসনে নির্বাচন হবে এই এলাকায়। ২০১৪-এর পর আবারও উপত্যকায় হতে চলেছে নির্বাচন। ফলে এই নির্বাচনে বোঝা যাবে কার দখলে থাকতে চলেছে জম্মু-কাশ্মীর।