রাখি উৎসবে আগেই রাখি পরিয়েছিলেন। অন্তর থেকে শাহরুখ খানকে (Shah Rukh Khan)ভাই মানেন তা নিজের মুখেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee )। সেই ভাইয়ের ৬০'তম জন্মদিনে দিদির শুভেচ্ছাবার্তা। আজ, ২ নভেম্বর ষাটে পা দিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। কিংয়ের জন্মদিনের সকালে কলকাতায় বসে শুভেচ্ছাবার্তা পাঠালেন মমতা। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, "আমার ভাই শাহরুখ খানের জন্মদিন। ভারতীয় চলচ্চিত্র জগৎ তোমার অবদানে আরও সমৃদ্ধ হোক। তোমার চলার পথ আরও বিস্তৃত হোক।" সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল মমতার এই শুভেচ্ছাবার্তা।
শাহরুখ খানের জন্মদিনে শুভেচ্ছা বার্তা মমতার
উল্লেখ্য, শুরু থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সুসম্পর্ক এসআরকের। দীর্ঘদিন বাংলার মুখ ছিলেন শাহরুখ। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানেও উপস্থিত থাকতে দেখা গিয়েছে অভিনেতাকে। পাশাপাশি কলকাতা নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজ়ির মালিক হওয়ায় বাংলার সঙ্গে ধীরে ধীরে ঘনিষ্ঠতা বেড়েছে বাদশার। প্রসঙ্গত, কিছু দিন আগে পরবর্তী ছবি 'কিং'-এর শুটিং করতে গিয়ে পেশিতে চোট পেয়েছিলেন শাহরুখ। সেই সময়ও অভিনেতার শারীরিক পরিস্থিতি নিয়ে সমাজমাধ্যমে উদ্বেগ প্রকাশ করে, 'ভাই' শাহরুখের দ্রুত আরোগ্য কামনা করেন মমতা।
সকাল সকাল কিং'এর উদ্দেশে কি লিখলেন দিদি?
SRK@60: West Bengal CM Mamata Banerjee Wishes Her ‘Brother’ Shah Rukh Khan on Milestone Birthday #SRKBirthday #ShahRukhKhan #ShahRukhKhanBirthday #SRK @MamataOfficialhttps://t.co/efLKjPQYWq via @latestly
— LatestLY (@latestly) November 2, 2025