মুম্বই, ১৯ মেঃ মাঝ আকাশে আতঙ্ক। নিউ জার্সি (New Jerse) থেকে মুম্বইগামী এয়ার ইন্ডিয়া বিমানের (Air India Flight) মধ্যে এক যাত্রী বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে। মাঝ আকাশে বিমানের দরজা খোলার জন্যে উঠে পড়ে লাগেন ওই যাত্রী। বিমান সেবিকারা এসে তাঁকে শান্ত করার চেষ্টা করলেও কোন কিছু লাভ হয় না। সহ যাত্রীরাও বোঝানোর চেষ্টা করেন ওই ব্যক্তিকে। কিন্তু উলটে সহযাত্রী এবং বিমানসেবিকাদের অকথ্য ভাষায় গালিগালাচ শুরু করেন তিনি।
মাঝ আকাশে বিমানের মধ্যে আতঙ্কিত (Panic Attack) হয়ে পড়েছিলেন ওই যাত্রী, যার জেরে এমন উত্তেজনামূলক আচরণ শুরু করেন তিনি। এরপর বিমানের মধ্যে উপস্থিত থাকা দুই চিকিৎসক এসে যাত্রীকে শান্ত করেন।
সেদিন বিমানে তাঁর এক সহ যাত্রী জানান, ৬ ফুট লম্বা ওই ব্যক্তি বিমানের মধ্যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করেছিলেন। সহযাত্রীদের সঙ্গে বিশ্রি ব্যবহার করেন। এমনকি বিমানের মধ্যে নিজের স্ত্রীকে গলা টিপে মারতে উদ্দত হয়েছিলেন। মাঝ আকাশে আতঙ্কে চিৎকার করতে থাকেন তিনি। বিমানের দরজা খোলার জন্যে ধাক্কাও দেন। বিমানকর্মীদের বহু চেষ্টাতেও বোঝানো যায়নি ওই যাত্রীকে। অবশেষে বিমানের দুই চিকিৎসক এসে ব্যক্তিকে শান্তি করে। মঙ্গলবার দুপুরে অবশেষে দীর্ঘ যাত্রার পর বিমান অবতারণ করে মুম্বইয়ে (Mumbai)।