Rashmika Mandanna and Vijay deverakonda (Photo Credits: Instagram)

উৎসবের রেশ কাটতে না কাটতেই সিনেজগতে খুশির খবর একাদশীর রাতে এল সুখবর চুপিচুপি বাগদান সারলেন দক্ষিণী তারকা বিজয় দেবেরাকোন্ডা (Actor Vijay Deverakonda)এবং রশ্মিকা মন্দন্নাRashmika Mandanna) দুই পরিবার নিকট আত্মীয়দের সঙ্গে নিয়ে শুভ কাজ সারেন তারকা দম্পতি যদিও তাঁদের তরফে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা হয়নি প্রিয় তারকাদের মুখ থেকে সুখবরটি শোনার জন্য মুখিয়ে ভক্তরা কবে সামাজিক বিয়ে? তা নিয়েও ভক্তমনে রয়েছে কৌতূহল তবে সর্বভারতীয় একটি সংবাদমাধ্যম সূত্রে খবর, আগামী বছরের ফেব্রুয়ারিতেই নাকি সাত পাকে বাঁধা পড়তে চলেছেন বিজয় রাশ্মিকা

বাগদান সারলেন বিজয় ও রাশ্মিকা

উল্লেখ্য, প্রথম ২০২৮ সালে সুপারহিট ছবি 'গীতা গোবিন্দম'- একসঙ্গে অভিনয় করেন বিজয় রাশ্মিকা তখন থেকেই চর্চায় এই জুটি তাঁদের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন শোনা যায় চারিদিকে কখনও এই ব্যাপারে সরাসরি মুখ খোলেননি তাঁরা তবে মাঝেমধ্যেই কোনও পার্টি বা রেস্তোরাঁয় একসঙ্গে দেখা যায় তাঁদের আর সে সব থেকেই দুইয়ে দুইয়ে চার করেন ভক্তরা