Death, Representational Image (Photo Credit: File Photo)

নয়াদিল্লি: মধ্যপ্রদেশে নাবালিকা মেয়েকে পিটিয়ে খুন (Murder) করল বাবা। কুসংস্কারের জেরে এই খুনের ঘটনা ঘটেছে। নাবালিকার মানসিক অবস্থা ভালো ছিল না, সে প্রায়ই কিছু না কিছু বিড়বিড় করত। যার জন্য পরিবারের সদস্যদের ধারণা হয়েছিল তাঁকে ভুতে ধরেছে।

নাবালিকা বেশ কিছু দিন ধরে অদ্ভুত আচরণ করছিল, সে প্রায়ই কিছু না কিছু বিড়বিড় করে বাড়ি ছেড়ে চলে যেত। তার বাবা সুখপতি সিং তাকে সুস্থ করার জন্য ওঝার কাছে নিয়ে যান, কিন্তু সে সুস্থ না হওয়ায় বাবা ক্ষিপ্ত তার উপর মারধোর করে। মেয়েটি পালাতে চেষ্টা করলে তার মাথায় পাথর দিয়ে আঘাত করা হয়। পাথরের আঘাতে মেয়েটি মারা যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত বাবাকে গ্রেফতার করেছে। দেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয়েছে।