মুম্বই, ২৭ অগাস্ট: সাউথ মুম্বইয়ের (South Mumbai) একটি বহুতল ভেঙে পড়ল হু়ড়মুড়িয়ে। এখনও পর্যন্ত ২ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে খবর, ৭০ বছরের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে এবং ১২ বছরের এক কিশোরীর মৃত্যু হয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ। আশঙ্কা করা হচ্ছে ধ্বংসস্তুপে চাপা পড়ে রয়েছে আরও ২ থেকে ৩ জন।
বহুতল ভেঙে পড়ায় যে দু'জনের মৃত্যু হয়েছে, তাদেরকেই সবার প্রথমে উদ্ধার করা হয়েছিল। নিয়ে যাওয়া হয়েছিল স্থানীয় জেজে হাসপাতালে। কিন্তু তাদের শারীরিক পরিস্থিতির অবনতি হচ্ছিল ক্রমশ। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় দু'জনের।
A 12-yr-old girl & a 70-yr-old woman succumbed to their injuries in JJ hospital, after part of a toilet collapsed today in Mishra Building, located at Shuklaji Street in Byculla, Mumbai: Brihanmumbai Municipal Corporation
— ANI (@ANI) August 27, 2020
বিএমসি-র তরফে জানানো হয়েছে, 'বাইকুলাতে শুক্লাজি স্ট্রিটের উপর অবস্থিতি মিশ্রা বিল্ডিংটির টয়লেটের অংশটি ভেঙে পড়ে। গুরুতর চোট পান ৭০ বছরের বৃদ্ধা এবং ১৩ বছরের কিশোরী। তাদের ধ্বংসস্তুপ থেকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু হাসপাতালে যাওয়ার পথেই মৃত্যু হয় তাদের।'