Gujarat: উচ্চতা কম হওয়ায় ডাক্তারি পড়তে বাধা, আইনি পথে নিজের স্বপ্নপূরণ করলেন ৩ ফুট উচ্চতার গণেশ
Ganesh Baraiya Becomes Doctor (Photo Credit: X)

নয়াদিল্লি: শারীরিক উচ্চতা কম হওয়ায় নিজের স্বপ্ন ভেঙে চুরমার হতে বসেছিল ২৩ বছর বয়সী গণেশ বারাইয়ার (Ganesh Baraiya)। গুজরাটের ভাবনগরের বাসিন্দা গণেশের শারীরিক উচ্চতা ৩ ফুট। তিনি ২০১৮ সালে মেডিক্যাল কলেজে ভর্তি হতে চেয়েছিলেন, কিন্তু তাঁর উচ্চতা কম হওয়ায় মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া (Medical Council of India) তাঁকে ডাক্তারি পড়তে সুযোগ দেয়নি। গণেশ তাঁর ইচ্ছে জারি রাখেন, তিনি আইনি পদক্ষেপ নেন।

আরও পড়ুন: BP-Sugar Medicine Sample Fail: রাজস্থানে ১৮টির বেশি কোম্পানির ওষুধের নমুনা ব্যর্থ পরীক্ষায়, চিন্তায় প্রশাসন (দেখুন ভিডিও) 

বিষয়টি গুজরাট হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে গিয়েছিল। সেখানে গনেশের পক্ষে রায় দিয় তাঁকে সরকারি মেডিকেল কলেজ, ভাবনগরে ভর্তির অনুমতি দেয়। আইনি লড়াই করে নিজের অধিকার অর্জন করে নিয়েছেন গণেশ , আজ তিনি একজন এমবিবিএস ইন্টার্ন ডাক্তার।

দেখুন ভিডিও

 

গত ২২ অক্টোবর ২০১৯ সালে গণেশ ন্যায়বিচার পান। তারপর নিজের স্বপ্নপূরণের লক্ষ্যে এগিয়ে যান।