নতুন দিল্লি, ১০ মার্চ: ২০১৯-এর ৩০৩-এর রেকর্ড ছাপিয়ে ২০২৪ লোকসভা ভোটে আরও বেশী আসনে জিততে চাইছে বিজেপি। আর তাই বড় পরিকল্পনা নিল গেরুয়া শিবির। গতবারের জেতা আসনগুলি ধরে রাখার পাশাপাশি, বিরোধীরে দখলে থাকা বেশ কিছু আসনেও জিততে মরিয়া বিজেপি। ২০১৯ লোকসভা নির্বাচনে যেসব আসনে হারতে হয় বিজেপি-কে সেখানে বড় ব়্যালি ও জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতবার লোকসভা ভোটে হারা আসনগুলিকে তিনটে ভাগে করছে পদ্মশিবির।
প্রথমটিতে রাখা হয়েছে, যে সব আসনগুলিতে বিজেপি প্রার্থীরা সামান্য ব্যবধানে হেরেছেন, দ্বিতীয় ভাগে রাখা হয়েছে, বিজেপি-র ভোট শেয়ার যেখানে অনেকটা বাড়লেও হারের মার্জিন অনেকটাই আর তৃতীয় ভাগে যেখানে বিজেপি তৃতীয় বা আরও পিছনে রয়েছে। কোনওভাবেই হারা আসনগুলিকে হাল্কাভাবে নিয়ে বিরোধীদের খালি জমি ছেড়ে দিতে নারাজ গেরুয়া শিবির। গতবার বিরোধীদের দখলে থাকা আসনগুলিকে নিজেদের দিকে আনার লক্ষ্যে দলের তুরুপের তাসকেই ব্যবহার করতে চাইছে বিজেপি। আরও পড়ুন-জুনে মার্কিন সফরে প্রধানমন্ত্রী মোদী
জেপি নাড্ডা, অমিত শাহ-দের পরিকল্পনা, তেলঙ্গনা, ওডিশা, পশ্চিমবঙ্গের মত অবিজেপি, অকংগ্রেসী রাজ্যে প্রধানমন্ত্রী মোদীর জনসভার সংখ্যা বাড়ানো। বিজেপি শিবির আশাবাদী, ২০২৪ লোকসভা নির্বাচনেও গতবারের মত গুজরাট, উত্তরপ্রদেশ, দিল্লি, অসম, উত্তরাখণ্ড, হরিয়ানায় দারুণ ফল হবে। রাজস্থান, মধ্যপ্রদেশে, হিমাচলপ্রদেশে কিছু আসন কমলেও তেলঙ্গনা, উত্তর পূর্ব ভারতে অনেকটা আসন বাড়বে। তামিলনাড়ুতেও গতবারের চেয়ে আসনে বাড়তে পারে বলে মনে করছে পদ্ম শিবির। তবে বিজেপির পাখির চোখে বাংলায় ৪২টি আসন। গতবার বাংলা থেকে ১৮জন সাংসদ পেয়েছিলেন মোদী, শাহরা। এবারও সেই ঐতিহাসিক সাফল্যের দিকেই তাকিয়ে নাড্ডা।