(Photo Credits: Twitter)

কংগ্রেস আমলে দিল্লি ওয়াকফ বোর্ড (Delhi Waqf Board) কে দেওয়া সম্পত্তি ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিল নরেন্দ্র মোদী সরকার। সঠিক সময়ে ওই সম্পত্তিতে ওয়াকফ বোর্ড কিছু করতে না পারায় মোদী সরকার এমন সিদ্ধান্ত নিচ্ছে বলে খবর। যদিও দিল্লি ওয়াকফ বোর্ডের দাবি এটা শুধুই অজুহাত, এবং বড় যড়যন্ত্র। ২০১৪ লোকসভা নির্বাচনের আগে দিল্লি ওয়াকফ বোর্ডকে মসজিদ, দরগা, কবরস্থান সহ মোট এই ১২৩ সম্পত্তি দিয়েছিল কংগ্রেসের নেতৃত্বে চলা ইউপিএ সরকার। যা নিয়ে বিশ্ব হিন্দু পরিষদ আদালতের দ্বারস্থ হয়েছিল।

এরপর এই ইস্যুতে দুই সদস্যের কমিটি গড়া হয়েছিল। যে কমিটিতে ছিলেন অবরসরপ্রাপ্ত বিচারপতি ও প্রাক্তন সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট। সেই কমিটি জানায়, দিল্লি ওয়াকফ বোর্ডকে ২০১৪ লোকসভা নির্বাচনের আগে যে সম্পত্তি দিয়েছিল কেন্দ্র সরকার তা সঠিক সময় কিছু না হওয়ায়, তা সরকার ফিরিয়ে নিতে পারে। আরও পড়ুন-ভারতীয় বায়ুসেনার বিমানে দক্ষিণ আফ্রিকা থেকে উড়ে এল ১২ টি চিতা, কুনোতে ৮ থেকে বেড়ে চিতা হবে ২০ (দেখুন ভিডিও)

দেখুন টুইট

এই বিষয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছেন আম আদমি পার্টির নেতা তথা বিধায়ক আমানাতুল্লা খান। তিনি জানান, ১২৩ ওয়াকফ সম্পতি নিয়ে আমরা ইতিমধ্যেই আদালতকে আমাদের সমস্যা-উদ্বেগের কথা জানিয়েছিল। আমাদের রিট পিটিশন এখনও হাইকোর্টের বিচারাধীন। কিছু মানুষ এই বিষয়ে মিথ্যা খবর প্রচার করছে।"

দেখুন টুইট

কেন্দ্রীয় আবাসন ও নগরীয় বিষয়ক মন্ত্রক দিল্লি ওয়াকফ বোর্ডের ১২৩ সম্পত্তির বাইরে নোটিশ ঝুলিয়ে লেখে, এই সম্পত্তি প্রত্যাহার করছে কেন্দ্রীয় সরকার। এই ইস্যুতে দিল্লির রাজনীতি সরগহরম। বিজেপি-র দাবি সব কিছুই হচ্ছে আইন মেনে। আপ-এর দাবি, এ হল সংখ্যালঘুদের ওপর মোদী সরকারের আঘাত।