
Nainar Nagendran : ভাঙল মিথ। দলবদলে আসা নেতাদের মুখ্যমন্ত্রী, মন্ত্রী, সাংসদ, বিধায়ক করলেও দলের রাজ্য ইউনিটের মাথায় বসায় না বিজেপি। এই মিথ ভেঙে তামিলনাড়ুতে জয়ললিতার দল ছেড়ে বিজেপিতে আসা রাজ্যের প্রাক্তন মন্ত্রীকেই রাজ্য সভাপতির পদে বসাল বিজেপি। কে আন্নামালাই চূড়ান্ত হতাশ করার পর তামিলনাড়ুতে বিজেপির বাজি এবার প্রয়াত জয়ললিতার ঘনিষ্ঠ নেতা নাইনার নগেন্দ্রন। বুধবার তামিলনাড়ুর বিজেপির রাজ্য সভাপতি নির্বাচনে একমাত্র নাইনার-ই মনোয়ন জমা দিয়েছিলেন। রীতি মেনেই তাঁর নাম প্রস্তাব করেন প্রাক্তন হতে চলা রাজ্য সভাপতি আন্নামালাই। আনুষ্ঠানিকভাবে রাজ্যের বিধায়ক নাইনার নগেন্দ্রন-র নাম তামিলনাড়ুর রাজ্য সভাপতি হিসেবে ঘোষণা করতে চলেছে বিজেপি। গত বছর তিরুভলি লোকসভা কেন্দ্রে দাঁড়িয়ে কংগ্রেসের রবার্ট ব্রুসের বিরুদ্ধে বড় ব্যবধানে হেরেছিলেন নাইনার।
আগামী বছর তামিলনাড়ুতে ভোট, AIADMK-র সঙ্গ জোটে যাচ্ছে বিজেপি
আগামী বছর তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে নাইনারের নেতৃত্বে লড়েই ডিএমকে-কংগ্রেসকে হারাতে নামবে বিজেপি। আর আন্নামালাইয়ের ফর্মুলায় না হেঁটে পুরনো জোট সঙ্গী AIADMK-র হাত ধরেই ভোটে লড়বে বিজেপি। ২০২৪ লোকসভায় একা লড়ে তামিলনাড়ুতে সব কটা আসনে হেরে ভরাডুবি হয়েছিল বিজেপি।
তামিলনাড়ুর বিজেপি সভাপতি হতে চলেছেন নাইনার নগেন্দ্রন
Nainar Nagendran will be the new president of the Tamil Nadu unit of the BJP.
Nagendran was the only person to file a nomination for the post of state president on Wednesday, making his elevation to the top post uncontested. His name was formally proposed by outgoing president K… pic.twitter.com/aa8D1A5557
— IndiaToday (@IndiaToday) April 11, 2025
কে এই নাইনার নগেন্দ্রন
জয়ললিতার আমলে রাজ্যের মন্ত্রী থাকা নাইনার নগেন্দ্রন তিরুনেভলি বিধানসভা কেন্দ্রে বিজেপির টিকিটে জিতে গত বিধানসভায় বিধায়ক হয়েছিলেন। ২০০১ সাল থেকে তিরুনেভলি কেন্দ্রে ভোটে দাঁড়াচ্ছেন নাইনার। একবার তিনি জেতেন, তো পরের বার হারেন। ২০০১ থেকে এমনটাই হয়ে এসেছে তার সঙ্গে। ২০০১ বিধানসভা ভোটে জিতে প্রথমবার AIADMK-র বিধায়ক হন নাইনার। তবে পাঁচ বছর পর বিধানসভা ভোটে এই আসন থেকেই DMK- এর প্রার্থীর কাছে হেরে যান জয়ললিতার পছন্দের নেতা নাইনার। এরপর ২০১১ তামিলনাড়ু বিধানসভা ভোটে AIADMK-র হয়ে দাঁড়িয়ে জিতে ফের বিধায়ক হন।এই আসনে পাঁচ বছরের ব্যবধানে জেতা-হারের বৃত্তে ২০১৬ বিধানসভা DMK- প্রার্থীর কাছে হেরে যান নাইনার।
জয়ললিতার মৃত্যুর পর AIADMK ছেড়ে বিজেপিতে যোগ দেন
তবে জয়ললিতার মৃত্যুর পর ২০১৭ সালের অগাস্টে AIADMK-ছেড়ে বিজেপিতে যোগ দেন। এরপর ২০২১ বিধানসভা ভোটে বিজেপির টিকিটে দাঁড়িয়ে বড় ব্যবধানে জেতেন নাইনার।
একের পর এক বিতর্কে জড়িয়েছেন
জয়ললিতার আমলে ২০০১ সালে নাইনার রাজ্যের বিদ্যুত, পরিবহণ ও শিল্পমন্ত্রী ছিলেন। কিন্তু পরে তিনি আর মন্ত্রী হতে পারেননি। ২০১৮ সালে ভাইরামুথু নামের এক জনপ্রিয় তামিল লেখককে গলা কেটে হত্যার হুমকি দিয়েছিলেন নাইনার। বারবার ঘৃণা ভাষণে (Hate Speech)-এ অভিযুক্ত হয়েছেন তামিলনাড়ুর বিজেপি সভাপতি। তাঁর বিরুদ্ধে দুনীর্তির মামলাও চলেছিল।