Swiggy Instamart (Photo Credit: Twitter)

মুম্বই, ১ সেপ্টেম্বর:  দেশের মধ্যে ফের মুম্বই (Mumbai) সেরা। এবার সুইগির (Swiggy) ইনস্টামার্টের দরুণ প্রথম স্থান পেল মুম্বই।  বাড়িতে বসে সুইগিতে কন্ডোম অর্ডার দেওয়ায়, দেশের মধ্যে প্রথমস্থানে উঠে এসেছে মুম্বইয়ের নাম। গত ১২ মাসে মুম্বই শহরে যে হারে সুইগি অ্যাপ ব্যবহার করে সেখানকার মানুষ কন্ডোমের অর্ডার দিয়েছেন, তাতে পিছিয়ে পড়েছে দেশের অন্য শহরগুলি।  সুইগিতে অর্ডার করলে, ১০ মিনিটের মধ্যে বাড়িতে পৌঁছে যাচ্ছে প্রয়োজনীয় জিনিস।  সুইগির এই ঘোষণার পর দেশের মেট্রো শহরগুলিতে এই অ্যাপের জনপ্রিয়তা ক্রমবর্ধমান।

সুইগি ইনস্টামার্টের প্রচলন দেশের যে শহরগুলিতে সবচেয়ে বেশি, তার মধ্যে রয়েছে বেঙ্গালুরু, মুম্বই, হায়দরাবাদ, দিল্লি এবং চেন্নাই।

দেশের এই শহরগুলিতে কন্ডোমের পাশাপাশি স্যানিটারি ন্যাপকিন, মেন্সট্রুয়েশন কাপস, ট্যাম্পনসের অর্ডরও দেওয়া হয় অত্যধিক হারে।  তবে কন্ডোম অর্ডারের ক্ষেত্রে দেশের অন্য মেট্রো শহরগুলিকে পিছনে ফেলে দিয়েছে মুম্বই।