Mumbai Terror Threat Hoax: মুম্বই শহরে ৩৪টি মানব বোমা (34 Human Bombs) আর ৪০০ কেজি আরডিএক্স বিস্ফোরক দিয়ে উড়িয়ে দেওয়ার হুমকি বার্তা এসেছিল পুলিশের কাছে। গাড়িতে বিস্ফোরক, মানব বোমা ব্যবহার করে মুম্বইয়ের এক কোটি মানুষকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছিল হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে। গণেশ পুজোর শেষ দিন অনন্ত চতুর্দশীতে এই হুমকির পর মুম্বই শহর জুড়ে জারি হয়েছিল 'হাই অ্যালার্ট'। তবে পরে বোঝা যায়, পুরোটাই ভুয়ো হুমকি। এই হুমকি কাণ্ডে নয়ডা থেকে গ্রেফতার করা হল অশ্বিনী কুমার ( Ashwini Kumar) নামের জ্যোতিষীকে। সেই জ্যোতিষের বাড়ি বিহারে, কর্মসূত্রে থাকেন নয়ডায়। কেন তিনি এমন বার্তা পাঠিয়েছিলেন তা নিয়ে তদন্ত করছে পুলিশ।
নিজেকে লস্কর জঙ্গি পরিচয় দিয়েছিলেন সেই জ্যোতিষী
নিজেকে লস্কর জঙ্গি হিসাবে পরিচয় দিয়ে হুমকি পাঠিয়েছিলেন সেই জ্যোতিষী। মুম্বই পুলিশে নিজের পরিচয় ফিরোজ নাম নিয়ে হুমকি বার্তা পাঠান সেই জ্যোতিষ। তাঁকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
হুমকি বার্তা পাঠানো নয়ডার সেই জ্যোতিষী
Ashwini Kumar, the astrologer from Bihar residing in Noida was arrested for sending Mumbai terror threat ‘34 human bombs’. He sent the threat message to Mumbai police in the name of his friend Firoz to frame him.
Yesterday, Mumbai Police had received a bomb blast threat via… pic.twitter.com/rLWymK5Gqg
— Mohammed Zubair (@zoo_bear) September 6, 2025
মুম্বই পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ২৪ ঘণ্টার মধ্যে বোমা হুমকি সন্দেহভাজন গ্রেফতার করা হয়েছে। মুম্বই ক্রাইম ব্রাঞ্চ উত্তরপ্রদেশের নয়ডা থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে, যিনি শহরে বোমা হামলার হুমকি দেওয়ার অভিযোগে অভিযুক্ত। তদন্তকারী দল অভিযুক্তের ব্যবহৃত মোবাইল ফোন ও সিম কার্ডও উদ্ধার করেছে। গতকাল মুম্বই ট্র্যাফিক পুলিশের হোয়াটসঅ্যাপ হেল্পলাইনে একটি বোমা হামলার হুমকি বার্তা আসে। নাগরিকদের উদ্দেশে জানানো হয়েছে, গুজবে বিশ্বাস না করে কোনও প্রয়োজনে সরাসরি পুলিশের সঙ্গে যোগাযোগ করতে।
দেখুন কী জানাল মুম্বই পুলিশ
Bomb Threat Suspect Arrested Within 24 Hours
The Mumbai Crime Branch has arrested a man from Noida, Uttar Pradesh, for allegedly issuing a bomb threat to the city. The investigation team also recovered the mobile phone and SIM card used in the crime.
Yesterday, the Mumbai… pic.twitter.com/6PjelHjUUw
— मुंबई पोलीस - Mumbai Police (@MumbaiPolice) September 6, 2025
কী কী হুমকি দেওয়া হয়েছিল
হুমকি হোয়াটসঅ্যাপ বার্তায় জানানো হয়েছিল মুম্বইয়ে ৩৪টি গাড়িতে 'মানব বোমা' রাখা হয়েছে এবং এটি পুরো শহরকে কাঁপিয়ে দেবে। গতকাল, শুক্রবার মুম্বইয়ের ট্রাফিক পুলিশের কন্ট্রোল রুমে হোয়াটসঅ্যাপ হেল্পলাইনে হুমকি বার্তাটি আসে। সেই সময় পুলিশ অনন্ত চতুর্থী উপলক্ষে শহরজুড়ে নিরাপত্তা বেষ্টনী তৈরি করেছিল। দশ দিনের গণেশ উৎসবের শেষে বিসর্জনের মহাসমারোহের মাঝে এই হুমকি ফোনে আশঙ্কা তৈরি করেছিল শহরবাসীর মনে। হোয়াটসঅ্যাপ বার্তা নিজেকে 'লস্কর-ই-জিহাদি' বলে পরিচয় দিয়ে বলা হয়, ১৪ জন পাকিস্তানি জঙ্গি ভারতে ঢুকে পড়েছে। হুমকিতে বলা হয়েছিল মুম্বইয়ের বিভিন্ন জায়গা.য় বিস্ফোরণের জন্য প্রায় ৪০০ কেজি আরডিএক্স ব্যবহার করা হবে।