মুম্বই, ৩০ ডিসেম্বর: স্ত্রীকে কুপিয়ে খুন করল স্বামী (Husband)। বিয়ের ৫ বছরের মাথায় স্ত্রীকে (Wife) নির্মমভাবে কুপিয়ে খুন করে স্বামী। মুম্বইয়ের মালাডে এমনই একটি ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায়। মালাড পূর্বের বাসিন্দা নীতিশ জামবালে তার স্ত্রী কোমল শেলারকে বন্ধুর বাড়িতে নিয়ে গিয়ে নির্মমভাবে খুন করে বলে খবর। রিপোর্টে প্রকাশ, নীতিন জামবালে নিজের পরিবারের অমতে কোমলকে বিয়ে করে। নীতিন এবং কোমলের পরিবার এই বিয়ে মানতে পারেনি। পরিবারের প্রত্যেকে অমতে বিয়ে করেই সংসার চলতে থাকে নীতিন এবং কোমলের। তবে বিয়ের কয়েক ছরের মধ্যে অশান্তি শুরু হয় ওই দম্পতির। নীতিনকে ছেড়ে কোমল বাবার বাড়িতে গিয়ে থাকতে শুরু করেন। এসবার মাঝে ঝগড়া মিটিয়ে নেওয়ার জন্য কোমলকে ডাকে নীতিন। এক বন্ধুর বাড়িতে নীতিন এবং কোমল দেখা করতে যাওয়াতেই ঘটে যায় বিপত্তি।
স্ত্রীকে বন্ধুর বাড়িতে ঢেকে নিয়ে গিয়ে আচমকা তাঁর উপর হামলা চালায় নীতিন। বন্ধুর বাড়িতেই কোমলের উপর ছুরি নিয়ে হামলা চালায় নীতিন। ছুরির কোপে স্ত্রীকে কার্যত এফোঁড় ওফোঁড় করে দেয় নীতিন। ঘটনাস্থলেই কোমলের মৃত্যু হয়।
স্ত্রীর উপর হামলার পর নীতিন থানায় হাজির হয়। দিনদোশী থানায় হাজির হয়ে নীতিন পুলিশের কাছে নিজের দোষ স্বীকার করে। পুলিশ নীতিনকে গ্রেফতার করেছে খুনের অভিযোগে। স্ত্রীকে বন্ধুর বাড়িতে ডেকে নিয়ে গিয়ে নীতিন কেন হামলা চালাল এবং খুন কল, সে বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে জোরদার।