মুম্বই, ২১ জুলাই: প্রাকৃতিক দুর্যোগের কারণে মুম্বই বিমানবন্দরে ৩৬টি বিমান বাতিল করা হয়েছে। রানওয়ে সহ বিমান টেক অফ, ল্যান্ডিংয়ের জায়গা, বিমান পার্ক করার জায়গাতেও জমে আছে জল। দুপুরের দিকে বেশ কয়েকটি বিমানের অবতরণ মুম্বই বিমানবন্দরের পরিবর্তে আমেদাবাদে করতে হয়। ছত্রপতি শিবাজী মহারাজ আকন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের বিমান বাতিল করেছে এয়ার ইন্ডিয়া, ভিস্তার, ইন্ডিগো-র মত বিমানসংস্থাগুলি।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে মুম্বইয়ে সকাল ৮টা থেকে দুপুর ৪টা পর্যন্ত গড়ে ৮৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। শুধু বিমান পরিষেবা নয় মুম্বইয়ের লোকাল ট্রেনেও শহরে ভারী বৃষ্টিপাতের প্রভাব পড়েছে। মুম্বইয়ের বেশ কয়েকটি জায়গায় লাইনে জল জমে গিয়েছে।
দেখুন ভিডিয়ো
Mumbai airport is chaos since morning. Several flights delayed, cancelled or rerouted. pic.twitter.com/Kt2gm5dGlD
— Osborne Saldanha (@os7borne) July 21, 2024
মুম্বই শহরে চার ঘণ্টার মধ্যে ৬৩ মিলিমিটার বৃষ্টির পর, বলিউড নগরীতে আরও ভারী বৃষ্টির আশঙ্কায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। গতকাল থেকে চলা টানা বৃষ্টির পর মুম্বইয়ের বেশ কিছু জায়গায় জমে গিয়েছে দল। আন্ধেরীর সাবওয়ে থেকে চেম্বুর, মুলুন্দ, আইরোলি, মাতুলঙ্গার রাস্তা, সব জায়গাতেই জল আর জল।
দেখুন ভিডিয়ো
Mumbaikars need the #SpiritOfMumbai back today
Because Govt is not going to do anything as usual. btw Pay the Taxes on time 🤗#MumbaiRains #Mumbai #Maharashtra
— Veena Jain (@DrJain21) July 21, 2024
তবু রবিবার বলে মুম্বইবাসী নিত্যযাত্রীদের ভোগান্তিটা নেই। মুম্বই পুলিশের পক্ষ থেকে আবেদন করা হয়েছে, খুব জরুরী দরকার না থাকলে কেউ যেন এই দুর্যোগের মধ্যে বাইরে না বের হন। উপকূলবর্তী এলাকা, সমুদ্র সৈকত এড়িয়ে থাকারও পরামর্শ দিয়েছে প্রশাসন।