
বিগত কয়েকমাসে দেশে বেড়েছে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সংখ্যা। এখনও দিল্লি, মুম্বই, রাজস্থান, গুজরাট সহ একাধিক জায়গা থেকে আটক করা হয়েছে তাঁদের। এদের মধ্যে অনেককেই বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। আটক হওয়া অধিকাংশ অবৈধভাবে ভারতে এসেছিল রুটিরুজির দায়ে। এবার এমনই দুই বাংলাদেশি মহিলাকে আটক করা হয়েছে। তবে তাঁরা সৎভাবে রোজগারের আশায় এদেশে আসলেও তাঁদের প্রতারিত করে দেহব্যবসায় ঠেলে দেওয়া হয়। সম্প্রতি এমনই ঘটনা ঘটেছে মুম্বইতে। রবিবারই তাঁদের উদ্ধার করে আটক করে মুম্বই পুলিশ (Mumbai Police)।
উদ্ধার করা হয়েছে দুই তরুণীকে
জানা যাচ্ছে, কয়েকমাস আগেই অবৈধভাবে বাংলাদেশ থেকে এদেশে প্রবেশ করেছিলেন ওই দুই তরুণী। তাঁদের প্রথমে কাজ দেওয়ার লোভ দেখিয়ে মুম্বইতে নিয়ে আসে কয়েকজন যুবক। তারপর তাঁদের দেহব্যবসা করতে বাধ্য করানো হয়। সম্প্রতি গোপনসূত্রে পুলিশের কাছে খবর আসে। তারপরই শুরু হয় তল্লাশি অভিযান। এরপর রবিবার দুজনকে উদ্ধার করে। যদিও মূল অভিযুক্তদের খোঁজ পাওয়া যায়নি। তাঁদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান।
দেশে বেড়েছে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সংখ্যা
প্রসঙ্গত, বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পরই সীমান্ত এলাকায় বেড়েছে অনুপ্রবেশকারীদের সংখ্যা। মূলত, পশ্চিমবঙ্গ, অসম, ত্রিপুরার সীমান্ত এলাকা থেকে এরা প্রবেশ করত। তারপর দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ত। ইতিমধ্যে বহু অবৈধ বাংলাদেশিকে ধরে তাঁদের দেশে ফেরত পাঠানো হয়েছে। অপারেশন সিঁদুরের পর আরও সক্রিয়তার সঙ্গে শুরু হয়েছে ধরপাকড়।