Mumbai Police (Photo Credits: PTI)

মহারাষ্ট্রর, থানেঃ মাতাল স্বামীকে নিয়ে জীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল মহিলার। পারিবারিক অশান্তি আর সহ্য করতে না পেরে চরম পদক্ষেপ নিলেন তিনি। মা হয়ে নিজের তিন খুদে সন্তানকে বিষ খাইয়ে মারলেন তিনি। মেয়েদের খুনের অভিযোগে গ্রেফতার হয়েছেন মা।

ঘটনা প্রসঙ্গে পুলিশ জানাচ্ছে, শাহাপুর এলাকার আসনোলি গ্রামের তালেপাড়ার গৃহবধূ সন্ধ্যা সন্দীপ বেরে গত ২০ জুলাই খাবারের সঙ্গে কীটনাশক মিশিয়ে তাঁর তিন মেয়েকে খাইয়েছেন বলে অভিযোগ উঠেছে। তিনজনই হাসপাতালে চিকিৎসা চলাকালীন মারা গিয়েছে। অভিযুক্ত মহিলার তিন মেয়ের বয়স যথাক্রমে ৫,৮ এবং ১০।

খাবারের সঙ্গে মেশানো হয় কীটনাশক

খাবারের সঙ্গে কীটনাশক পেটে যেতেই শুরু হয় বিষের প্রতিক্রিয়া। বমি, মাথা ঘোরা সহ স্বাস্থ্যগত জটিলতা দেখা দেয় তিনজনেরই। তিন মেয়ের এই অবস্থায় দেখে দ্রুত তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যায় পরিবার। সেখানে তাদের অবস্থার আরও অবনতি হওয়ায় দুজনকে মুম্বইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়। তবে লাভ হল না। ২৪ জুলাই এবং ২৫ জুলাই দুজনের মৃত্যু হয়েছে। একজনকে নাসিকের একটি হাসপাতালে স্থানাতরিত করা হয়েছিল। তাকেও বাঁচানো যায়নি।

তিন বোনের আচমকা মৃত্যুতে প্রাথমিকভাবে পুলিশ দুর্ঘটনাজনিত মৃত্যুর মামলা দায়ের করেছিল। কিন্তু শনিবার রাতে তাদের ময়নাতদন্তের রিপোর্ট আসে। সেখানে শিশুদের শরীরে বিষের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। এরপরে দ্রুত পদক্ষেপ শুরু করে পুলিশ। রবিবার ভোররাত ২টোর দিকে নিহত শিশুদের মাকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানাচ্ছে, অভিযুক্ত মহিলা তার স্বামীর মদ্যপানের অভ্যাস সহ বিভিন্ন পারিবারিক সমস্যা নিয়ে জর্জরিত ছিলেন। স্বামীর থেকে আলাদা হয়ে গিয়েছিলেন তিনি। তিন মেয়ের ভরণপোষণের দায়িত্ব ছিল তার উপরেই। অশান্তি, আর্থিক অনটন থেকেই অভিযুক্ত মহিলা এই অপরাধে লিপ্ত হয়েছেন বলে অনুমান করছে পুলিশ।