Mumbai Murder Accused (Photo Credit: ANI)

মুম্বই, ৯ জুন: লিভ-ইন-পার্টনার সরস্বতী বিদ্যাকে খুন করেনি সে। বছর ৩৬-এর সরসস্বতী নিজে আত্মহত্যা করেছেন। গত ৩ জুন সরস্বতী বিষপান করে আত্মহত্যা করেছেন। এমনই দাবি করেন মুম্বই খুনে অভিযুক্ত মনোজ সাহানি। আত্মহত্যার পর সরস্বতীর দেহকে কীভাবে ফ্ল্যাট থেকে সরানো যায়, তিনি শুধু সেই কাজ করেছেন। সরস্বতীর মৃত্যুর পর তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠতে পারে, সেই ভয় থেকেই এই কাজ করেছেন বলে পুলিশি জেরার মুখে দাবি করেন মনোজ সাহানি।

মনোজের দাবি, সরস্বতীর মৃত্যুর পর তিনি সঙ্গিনীর দেহ টুরো করেন প্রথমে। এরপর দেহাংশের বেশ কিছু অংশ প্রেসার কুকারে সেদ্ধ করে, তা রাস্তার কুকুরকে খাইয়ে দেন। সরস্বতীর মৃতদেহ থেকে যাতে কোনও দুর্গন্ধ না ছাড়ায় তার জন্যই তিনি রাস্তা অবলম্বন করেছেন বলে দাবি মনোজ সাহানির।

আরও পড়ুন: Mumbai- Live-in Relationship and Murder: খুনের পর প্রেমিকার দেহাংশের কিছুটা কুকুরকে খাইয়ে দেয় মনোজ, অনুমান পুলিশের

সংবাদ সংস্থা এএনআইয়ের খবর অনুযায়ী, সরস্বতীর মৃত্যুর পর মনোজ নিজের জীবন শেষ করে দেবেন বলে সিদ্ধান্ত নেন। তিনি যা করেছেন, তার জন্য কোনও অনুতাপ নেই বলেও দাবি করেন ৫৬ বছরের মনোজ সাহানি। মনোজর ওই দাবির পর পুলিশ তা খতিয়ে দেখছে। যদিও জেরার মুখে মনোজ যে দাবি করেন, সে বিষয়ে তাদের সন্দেহ রয়েছে বলে জানানো হয় মুম্বই পুলিশের তরফে।

সরস্বতীর মৃতদেহ উদ্ধারের পর পুলিশ মুম্বইয়ের জেজে হাসপাতালে তা পরীক্ষার জন্য পাঠায়। দেহাংশ পরীক্ষার পর পুলিশ সরস্বতী বিদ্যার মৃত্যু কীভাবে হল, সেই সত্যি সামনে আনতে সক্ষম হবে বলে মনে করছে।