প্রতীকী ছবি (Photo Credits: PTI)

ররিবাসরীয় সন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনা ঘটল মুম্বইয়ের (Mumbai) আন্ধেরি-কুরলা রোডে। রাস্তা পারাপার করতে গিয়ে একটি ইলেকট্রিক রিক্সোর ধাক্কায় মৃত্যু হল ষাটোর্ধ্ব প্রৌঢ়ের। দুর্ঘটনার পর অভিযুক্তের খোঁজে তল্লাশি অভিযান শুরু করলে থানায় গিয়ে আত্মসমর্পণ করে অভিযুক্ত রিক্সোচালক। সেই সঙ্গে আটক করা হয়েছে অভিযুক্তের গাড়িওয। ধৃত ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার অধীনে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। অন্যদিকে মৃত ব্যক্তির দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। যদিও তাঁর নাম পরিচয় এখনও কিছু জানা যায়নি।

রিক্সোর ধাক্কায় মৃত্যু প্রৌঢ়ের

জানা যাচ্ছে, এদিন সন্ধ্যায় সাহার থানা এলাকার মেট্রো স্টেশনের ৪ নম্বর গেটের কাছে রাস্তা পার করছিলেন ওই বয়স্ক ব্যক্তি। সেই সময় একটি রিস্কো নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ওই ব্যক্তিকে ধাক্কা মারে। পথচারীরা তড়িঘড়ি থানায় খবর দিলে ঘটনাস্থলে পুলিশ এসে ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

গ্রেফতার অভিযুক্ত

ঘটনার পর ওই এলাকার সিসিটিভি ক্যামেরা দেখে ঘাতক রিক্সোর খোঁজে তল্লাশি অভিযান শুরু করে। এরমধ্যেই সাহার থানায় এসে সাহেবরাও শেখ আত্মসমর্পণ করেন। ইতিমধ্যেই তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। জেরায় সে শিকার করেছে যে গ্রেফতারির ভয়ে সে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়।