মুম্বই, ১১ জুলাই: শনিবার সাত সকালে মুম্বইয়ের (Mumbai) বোরিভালি ওয়েস্টে (Borivali West) একটি শপিং মলে ভয়াবহ আগুন লাগে। সংবাদসংস্থা ANI-র খবর অনুযায়ী, আগুন লাগার খবর পেয়েই ছুটে আসে দমকলের ১৪ টি ইঞ্জিন (Fire Engines)। পুলিশকে সেখানে দাঁড়িয়ে থেকে নজরদারি করতে হয়। যখন ধোঁয়া দেখা গেছিল তখনই দমকলে খবর দেয় এলাকার মানুষ। ধীরে ধীরে আগুন বাড়তে থাকে।
রিপোর্ট অনুযায়ী, ঠিক কী কারণে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি। দমকলবাহিনী এখনও আগুন নেভানোর কাজ করছে। এখনও পর্যন্ত কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। ভিতরে কেউ আছে কিনা তও জানা যায়ন। ক্ষয়ক্ষতির পরিমাণও অজানা। ভিতরে কেউ আহত বা নিহত হয়েছেন কিনা, ক্ষয়ক্ষতির পরিমাণ আগুন নিভলে খতিয়ে দেখবে পুলিশ।
আরও পড়ুন, করোনার কারণে বাতিল ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং-র পরীক্ষা
Maharashtra: A level 4 fire broke out at a shopping centre in Borivali West of Mumbai earlier this morning; 14 fire engines and Police are at the spot. Fire fighting operations are still underway. pic.twitter.com/tRAXr8guSt
— ANI (@ANI) July 11, 2020
গতকাল দিল্লির শাস্ত্রী ভবনে আগুন লাগে। খবর শুনে কয়েক মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছয় দমকলবাহিনী। আগুন লাগার কারণ হিসেবে জানা যায়, এসির স্ট্যাবিলাইজার এবং অফিস রুমের তারগুলিতে একের পর এক আগুন লাগে। কিছুদিন আগে দিল্লির মুন্ডিকে একটি ওয়ার হাউজে আগুন লাগে। তবে আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। তবে হতাহতেরও কোনও খবর নেই। লকডাউনের কারণে কর্মী কম থাকায় হতাহত ও আহতের ঘটনা এড়ানো সম্ভব হচ্ছে। নাহলে, আগুন লাগার ফলে বড়সড় ক্ষতি হতে পারত।