আবারও মুম্বইয়ের (Mumbai) ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাজেয়াপ্ত হল বিপুল পরিমাণে মাদক। কাস্টমস সূত্রে খবর, ১১.৮৮১ কেজি গাঁজা উদ্ধার হয়েছে এদিন। যার আন্তর্জাতিক বাজারমূল্য ছিল ১১.৮৮ কোটি টাকা। বালিশের কভারে এই মাদকগুলি পুড়ে ভারতে পাচার করার ছক ছিল পাচারকারীর। ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই দুই ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের হেফাজতে নিয়ে চক্রের বাকি সদস্যদের বিষয়ে জানতে চাইছে তদন্তকারীরা। সেই সঙ্গে বিমানবন্দর চত্বরে বাড়ানো হয়েছে নজরদারি।

ব্যাংকক থেকে আসা যাত্রীদের থেকে উদ্ধার মাদক

রবিবার গোপনসূত্রে খবর পেয়ে বন্দর চত্বরে নজরদারি বাড়িয়েছিল কাস্টমসের আধিকারিকরা। ব্যাংকক থেকে মুম্বইতে আসা ফ্লাইটের দুই যাত্রীকে দেখে সন্দেহ হয় তাঁদের। তারপরই যুবকদের ব্যাগে তল্লাশি অভিযান চালিয়ে উদ্ধার হয় গাঁজা। গাঁজার প্যাকেটগুলি হলুদ রঙের বালিশের কভারে মুড়িয়ে রেখেছিল অভিযুক্তরা। সেই খুলে উদ্ধার করা হয় মাদকের প্যাকেটগুলি।

আগেও মুম্বই থেকে উদ্ধার হয়েছে মাদক

দিনকয়েক আগে এই মুম্বই বিমানবন্দর থেকে উদ্ধার হয়েছিল বিপুল পরিমাণের মাদক। সেই সময়ও ব্যাংকক থেকে আসা ফ্লাইট থেকেই উদ্ধার হয়েছিল মাদকগুলি। ফলে এর পেছনে বড়সড় চক্র আছে বলে মনে করছে তদন্তকারী আধিকারিকরা।