প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

মুম্বইয়ের (Mumbai) জনবহুল জায়গায় হোটেলের মধ্যে রমরমিয়ে চলছিল দেহব্যবসা। গোপনসূত্রে খবর পেয়ে পরিকল্রনা মাফিক অভিযান চালায় পুলিশ। আর তাতেই মেলে সাফল্য। তল্লাশি অভিযানে এক নাবালিকা সহ চারজন তরুণীকে উদ্ধার করে পুলিশ। গ্রেফতার হয় ২ নারী পাচারকারীকে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে দাহিসার এলাকায়। উদ্ধার হওয়া তরুণী ও নাবালিকাদের শেল্টার হোমে পাঠিয়েছে পুলিশ। এই চক্রে আরও কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখছে তদন্তকারী আধিকারিকরা।

গ্রেফতার ২

জানা যাচ্ছে, দীর্ঘদিন ধরেই এই হোটেলে দেহব্যবসা চলছিল। সম্প্রতি পুলিশের কাছে খবর আসতেই তাঁরা বিষয়টি খতিয়ে দেখার জন্য একটি পরিকল্পনা ফাঁদে। মুম্বই ক্রাইম ব্রাঞ্চের ইউনিট ১২-এর এক আধিকারিক খদ্দের সেজে হোটেলে ঢোকে। তাঁর সিগনাল পেতেই হোটেলে হানা দেয় ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা। হাতেনাতে ধরা হয় দুই অভিযুক্তকে। বিভিন্ন ঘর থেকে উদ্ধা্র হয় এক নাবালিকা সহ চারজনকে।

তদন্ত জারি রেখেছে পুলিশ

এই চক্রে আরও অনেকে জড়িত রয়েছে বলে অনুমান তদন্তকারী আধিকারিকদের। ফলে ধৃতদের জেরা করে তাঁদের খোঁজ পাওয়ার চেষ্টা চালাবে পুলিশ। ফলে তদন্ত চালিয়ে যাচ্ছে মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। অভিযুক্তদের আগামীকাল আদালতে পেশ করা হতে পারে।