বলিউডের তারকা অভিনেতাদের ঘনিষ্ঠ মুম্বইয়ের প্রভাবশালী রাজনীতি বাবা সিদ্দিকি হত্যাকাণ্ডে প্রধান অভিযুক্ত শিব কুমারকে গ্রেফতার করল মুম্বই পুলিশের বিশেষ দল।এনসিপি নেতা তথা মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী-বিধায়ক বাবা সিদ্দিকি (Baba Siddiqui )-কে গুলি করে মারার পর শিব কুমার মুম্বই থেকে পালিয়ে উত্তর প্রদেশে গা ঢাকা দিয়ে লুকিয়েছিল। মুম্বইয়ের অপরাধ দমন শাখা ও ইউপি-র স্পেশাল টাস্ক ফোর্স টিম যৌথ অভিযান চালিয়ে শ্য়ুটার শিব কুমার-কে গ্রেফতার করে। শিব কুমারকে ধরতে মুম্বই ক্রাইম বাঞ্চের ৬ জন অফিসার এবং ইউপি পুলিশের ১৫জন কর্মী ছিলেন।
ইউ টিউব ভিডিয়ো দেখে শ্যুটিং শিখে বাবা সিদ্দিকিকে গুলি করা শিব কুমারের সঙ্গে আরও দুই অভিযুক্তকে গ্রেফতার করে ইউপি থেকে মুম্বই-য়ে আনছে ক্রাইম ব্রাঞ্চের বিশেষ দল। এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যেই ৫জনকে গ্রেফতার করা হয়েছে। বাবা সিদ্দিকি খুনে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হয়েছে বলে দাবি।
ইউপি থেকে গ্রেফতার শ্যুটার শিব কুমার
Baba Siddiqui murder case | In a joint operation with UP STF, a team from the Mumbai Crime Branch, comprising 6 officers and 15 personnel, has apprehended the shooter in the Baba Siddiqui murder case, Shiva Kumar, along with two other accused in Uttar Pradesh. They are being… pic.twitter.com/tKTHQeqs6g
— ANI (@ANI) November 10, 2024
গত ১২ অক্টোবর ধনতেরাসের আলো ঝলমলে মুম্বইয়ের রাতে বাবা সিদ্দিককে বান্দ্রার রাস্তায় প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছিল। পুরো ঘটনায় মুম্বইয়ের আইনশৃঙ্খলা পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে।