
Mumbai Covid-19: মুম্বইয়ের এক হাসপাতালে এদিন ক্যান্সারে মারা যান ৫৯ বছরের মহিলা। পারেলের সেই KEM Hospital-এর অন্য একটি বিভাগে কিডনির রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় ১৪ বছরের এক কিশোরীর। মৃত্যুর পর দুজনের কোভিড পরীক্ষা হলে তাদের রিপোর্ট পজেটিভ আসে। হাসাপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৪ বছরের মেয়েটি নেফ্রোটিক সিনড্রোম ছিল এবং কিডনি বিকল হয়ে যাওয়ায় মারা যায়। অন্যদিকে, ৫৯ বছরের ক্যান্সারে আক্রান্ত মহিলাটি সেপসিসের কারণে মারা যান। ডাক্তাররা জানিয়েছেন, মৃত্যুর পর তাদের কোভিড রিপোর্ট পজেটিভ এলেও তাদের মৃত্যুর জন্য করোনা দায়ী নয়।
সিঙ্গাপুর, হংকংয়ে কোভিডের দাপট
সিঙ্গাপুর ও হংকংয়ে কোভিড-১৯ ভাইরাসের পর ভারতে করোনাকে নিয়ে উদ্বেগ শুরু হয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই।
দেখুন খবরটি
A 59-year-old woman with cancer and a 14-year-old girl with kidney disease died at a state-run hospital in Parel. Both tested positive for Covid-19 posthumously.
KEM Hospital authorities said the 14-year-old paediatric patient had nephrotic syndrome and died due to kidney… pic.twitter.com/6qFvHE6R1a
— IndiaToday (@IndiaToday) May 19, 2025
অভিনেত্রী শিল্পা শিরোদকার কোভিডে আক্রান্ত
এদিকে, বলিউডের এক সময়কার প্রথম সারির নায়িকা শিল্পা শিরোদকার (Shilpa Shirodkar ) করোনা ভাইরাসে (Corona Virus) আক্রান্ত হলেন। অমিতাভ বচ্চন থেকে মিঠুন চক্রবর্তীর মত অভিনেতাদের বিপরীতে কাজ করা শিল্পা সোশ্যাল মিডিয়া পোস্টে জানালেন, তিনি কোভিডে আক্রান্ত হয়েছেন। তাঁর বেশ কিছু উপসর্গও আছে। ডাক্তরারা তাঁকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন।