মুম্বই, ২৫ জুলাইঃ এক মুহূর্তের জন্যে সন্তানের উপর থেকে চোখ সরাতেই ঘটে গেল বিপত্তি। ১২ তলা আবাসন থেকে সোজা নীচে পড়ল একরত্তি সন্তান। মৃত্যু কখন কীভাবে হাতছানি দেয় তা এক পলক আগেও কেউ ঠাওর করতে পারে না। তেমনই এক মর্মান্তিক ঘটনা ঘল মুম্বইয়ের (Mumbai) নাইগাঁওয়ের নাভকার সিটিতে।
বহুতল আবাসনের ১২ তলা থেকে পড়ে মৃত্যু হয়েছে ৪ বছরের এক শিশুর। আবাসনের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে সেই দৃশ্য। বুধবার সন্ধ্যা ৮ টা নাগাদ অঘটনটি ঘটেছে। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, শিশুটি তার মায়ের সঙ্গে বাইরে যাওয়ার জন্যে নিজেদের ফ্ল্যাট থেকে বের হয়। মা ফ্ল্যাটের দরজা বন্ধ করে মেয়েকে জুতোর তাকের উপর বসায় জুতো পরানোর জন্যে। ঠিক তার পিছনেই ছিল অর্ধেক খোলা বড় জানলা। মেয়েটি উঠে জানলার উপর বসতে যায়। আর ঠিক তখনই নিয়ন্ত্রণ হারিয়ে উলটে পড়ে যায়।
কীভাবে ১২ তলা থেকে পড়ে গেল শিশুটি, দেখুন
महाराष्ट्र के वसई इलाके में नवकार इमारत की बारहवीं मंजिल से गिरकर एक चार साल की बच्ची की दर्दनाक मौत हो गई है। pic.twitter.com/5VafQ0eNaL
— SANJAY TRIPATHI (@sanjayjourno) July 25, 2025
মেয়ে পড়ে যেতেই তারস্বরে চিৎকার শুরু করেন মা। ছুটে আসেন আবাসনের অন্যান্য বাসিন্দারা। একরত্তিকে উদ্ধার করে তৎক্ষণাৎ কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু বাঁচানো যায়নি। ১২ তলা থেকে সোজা নীচে পড়ে শেষ হয়ে যায় একরত্তি প্রাণ।