Maharashtra Monsoon (Photo Credits: ANI)

মুম্বই, ২৬ মেঃ কেরলের সঙ্গে হাত ধরে মহারাষ্ট্রেও ঢুকে পড়ল বর্ষা (Monsoon)। রবিবার ভারতের আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, মহারাষ্ট্রে বর্ষা ঢুকে পড়েছে। গত ৩৫ বছরে এই প্রথমবার এতো আগে বর্ষা এসে হাজির হয়েছে এই রাজ্যে। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে মুম্বই-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে। যার প্রভাবে রবিবার রাতভর মুষলধারে বৃষ্টি হয়েছে মুম্বইয়ে। সোমবার সকালেও বিরাম নেই। জারি রয়েছে ঝড়বৃষ্টি। আইএমডি বিজ্ঞানী সুষমা নায়ার সংবাদ সংস্থা পিটিআই-কে জানিয়েছেন, তিন দশক পর মহারাষ্ট্রে এত আগে বর্ষা এসেছে। শেষ বার ১৯৯০ সালে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ২০ মে মহারাষ্ট্রে ঢুকেছিল। প্রাক-বর্ষার ভারী বৃষ্টিপাতে গত দু দিন ধরে ভিজছে মুম্বই এবং মহারাষ্ট্রের উপকূলীয় এলাকা।

বর্ষা ঢুকল মহারাষ্ট্রেঃ

মহারাষ্ট্রে বর্ষা (Maharashtra Monsoon) আসার স্বাভাবিক সময়ে জুনের দ্বিতীয় সপ্তাহের শুরুতে। সাধারণত, ৭ জুনের মধ্যে মহারাষ্ট্রে এবং ১১ জুনের মধ্যে মুম্বইতে মৌসুমি বায়ু প্রবেশ করে। দেশের মধ্যে সবচেয়ে আগে বর্ষা আসে কেরলে। সাধারণত জুন মাসে কেরলে বর্ষা ঢোকে। তারপর ধীরে ধীরে দেশের বিভিন্ন প্রান্ত ভিজতে শুরু করে। কেরলে বর্ষার স্বাভাবিক সময়ে জুন মাসের প্রথম সপ্তাহ। কিন্তু এই বছর মে মাসের শেষ সপ্তাহেই বর্ষা ঢুকছে কেরলে। রবিবারই দক্ষিণের এই রাজ্যে বর্ষা ঢুকেছে। আর ঠিক তার পরের দিনই মহারাষ্ট্রে বর্ষা ঢোকার খবর শুনিয়েছে আবহাওয়া দফতর।

জল থৈথৈ মুম্বইঃ

টানা মুষলধারে বৃষ্টির ফলে সোমবার সকাল থেকে মুম্বইয়ের পরিস্থিতি বিপর্যস্ত। রাস্তাঘাট, রেল স্টেশন, মেট্রো স্টেশন, হাসপাতাল প্লাবিত হয়েছে। গণপরিবহণ বিঘ্নিত হয়েছে।