Mohammad Azharuddin: তেলাঙ্গানার বিধানসভা সদস্য হচ্ছেন ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার মহম্মদ আজহারউদ্দিন। এর আগে তিনি উত্তর প্রদেশ থেকে ভোটে জিতে লোকসভায় নির্বাচিত হয়েছিলেন। আর দেশের হয়ে ৪৩৩টি আন্তর্জাতিক ম্য়াচ খেলা ও তিনটি বিশ্বকাপে দেশকে নেতৃত্ব দেওয়া প্রাক্তন ক্রিকেটারকে তেলাঙ্গানা বিধানসভায় দেখা যাবে। তবে এবার আর ভোটে জিতে নয়, রাজ্যপালের মনোনিত সদস্য হিসাবে বা কোটায় (MLC Post Under Governor Quota) বিধানসভার সদস্য হলেন সচিন তেন্ডুলকর থেকে, সৌরভ গাঙ্গুলি, রাহুল দ্রাবিড়, অনিল কুম্বলদের পছন্দের অধিনায়ককে। বছর দুয়েক আগে তেলঙ্গানায় বিধানসভা ভোটে কংগ্রেস ঐতিহাসিক জয় পেলেও, হাত চিহ্নে দাঁড়িয়ে হেরে গিয়েছিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন। তবে এবার তেলাঙ্গানার কংগ্রেস সরকার আজহারউদ্দিন-কে রাজ্যপালের কোটায় বিধান পরিষদের সদস্য হিসাবে মনোনিত করল। এই কথা জানিয়ে এক্স প্ল্যাটফর্মে আজহার ধন্যবাদ জানিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ও দলের সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী।
গত তেলঙ্গানা বিধানসভা নির্বাচনে জুবলি হিলস কেন্দ্র থেকে লড়ে হেরেছিলেন আজহার
পাশাপাশি তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্ত রেড্ডি-কেও ধন্যবাদ জানিয়েছেন টিম ইন্ডিয়ার হয়ে ৯৯টি টেস্ট ও ৩৩৪টি ওয়ানডে খেলা দেশের প্রাক্তন তারকা ক্রিকেটার। ৬২ বছরের আজহার 2023 তেলাঙ্গানা বিধানসভা নির্বাচনে কংগ্রেসের টিকিট জুবলি হিলস কেন্দ্র থেকে লড়ে বড় ব্যবধানে হেরেছিলেন বিআরএসের মাগান্তি গোপিনাথের বিরুদ্ধে। বিধায়েকের মৃত্য়ুর পর জুবলি হিলস বিধানসভা আসনে উপনির্বাচনে আজহারের লড়ার কথা ছিল। কিন্তু তার আগেই তাঁকে বিধান পরিষদের সদস্য করল কংগ্রেস।
দেখুন খবরটি
Former Indian Cricketer and Congress Leader Mohammad Azharuddin tweets, "Deeply honoured and humbled by the Cabinet’s decision to nominate me for the MLC post under the Governor’s quota in Telangana..." pic.twitter.com/IIqHh0yQJh
— ANI (@ANI) August 31, 2025
আজহার এবার রাজ্যের মন্ত্রী হতে পারেন বলে জল্পনা
জোর জল্পনা, রাজ্যপালের অনুমোদন পেয়ে গেলে আজহার রাজ্যের মন্ত্রীও হতে পারেন। মুখ্যমন্ত্রী রেভান্ত রেড্ডি তাঁর মন্ত্রিসভায় সংখ্যালঘু মুখ হিসাবে আজহারকে পেতে আগ্রহী বলে খবর। ২০০৯ লোকসভা ভোটে কংগ্রেসের টিকিটে লড়ে উত্তর প্রদেশে মোরাদাবাদ কেন্দ্র থেকে জিতে প্রথমবার সাংসদ হয়েছিল আজহার। তবে পাঁচ বছর পর রাজস্থানের টঙ্ক-সোয়াই মাধপুর থেকে লড়ে হেরে গিয়েছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক। তারপর তিনি হারেন ২০২৩ তেলাঙ্গানা বিধানসভা ভোটে। ১১ বছর পর ফের সক্রিয় রাজনীতির ক্ষমতার বৃত্তে ঢুকলেন তিনটি ক্রিকেটে বিশ্বকাপে টিম ইন্ডিয়াকে নেতৃত্বে দেওয়া আজহার ।