Mohammed Azharuddin (Photo Credit: ANI/X)

Mohammad Azharuddin: ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন বাইশ গজে অবসরের পরই রাজনীতিতে যোগ দিয়েছিলেন। কংগ্রেসের টিকিটে ভোটে দাঁড়িয়ে একটা সময় সাংসদও ছিলেন আজহার। এবার তিনি হায়দরাবাদের জুবিল হিলস উপনির্বাচনে প্রার্থীও হচ্ছেন। টিম ইন্ডিয়ার হয়ে ৯৯টি টেস্ট ও ৩৩৪টি ওয়ানডে ম্যাচ খেলা আজহার এবার সক্রিয় রাজনীতিতে বড় ভূমিকায় আসতে চাইছেন। নিজের পাশাপাশি আজহার তাঁর বড় ছেলেকেও দলের বড় পদে তুলে আনতে ভূমিকা নিলেন। এবার মহম্মদ আজহারউদ্দিনের বড় ছেলে মহম্মদ আসাউদ্দিন (Mohammad Asaduddin)-কে হায়দরাবাদ তেলঙ্গনা কংগ্রেসের সাধারণ সম্পাদক পদে আনা হল।

আজহারের বড় ছেলে কংগ্রেসে বড় পদে, ছোট ছেলে বাইক দুর্ঘটনায় মারা গিয়েছেন

তেলঙ্গনায় শাসক দল কংগ্রেসের হয়ে বেশ পরিশ্রম করেছেন আজহার পুত্র আসাউদ্দিন। ২০০৯ লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশের মোরাদাবাদ লোকসভা কেন্দ্র থেকে দাঁড়িয়ে জয় পেয়ে প্রথমবার সাংসদ হয়েছিল টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক। তবে ২০১৪ লোকসভায় রাজস্থানের এক আসন থেকে লড়ে পরাস্ত হয়েছিলেন তিনি।

ফের ভোটের ময়দানে আজহার, কংগ্রেসে বড় পদে ছেলে

দু বছর আগে জুবলি হিলস বিধানসভা ভোটে হেরেছিলেন আজহার

এরপর ২০২৩ তেলঙ্গানা বিধানসভা নির্বাচনে কংগ্রেস দারুণ ফল করলেও জুবিল হিলস থেকে টিআরএস প্রার্থী মাগান্তি গোপিনাথের কাছে বড় ব্যবধানে হেরে গিয়েছিলেন আজহার। গোপিনাথের মৃত্যুতেই খালি হওয়া জুবলি হিলসে উপনির্বাচন হবে। প্রসঙ্গত, আজহারের ছোট ছেলে আয়জুদ্দিন ২০২১ সালে এক পথ দুর্ঘটনায় মারা গিয়েছিলেন।