মোদী পদবী মামলায় শুক্রবার বড় স্বস্তি পান রাহুল গান্ধী। মোদী পদবী মামলায় রাহুল গান্ধীর জেল যাত্রার সাজার উপর স্থগিতাদেশ জারি করা হয় শীর্ষ আদালতের তরফে। ফলে রাহুল গান্ধী এবার নিজের সাংসদ পদ ফিরে পেতে পারেন বলে মনে করছে রাজনৈতিক মহল। সুপ্রিম কোর্টের তরফে রাহুল গান্ধী স্বস্তি পেতেই সত্যমেব জয়তে বলে ট্যুইট করেন প্রিয়াঙ্কা গান্ধী। পাশাপাশি আদালতকেও ধন্যবাদ জানান প্রিয়াঙ্কা। সেই সঙ্গে সূর্য, চাঁদ এবং সত্যকে কখনও লুকিয়ে রাখা যায় না বলে গৌতম বুদ্ধের বাণী বাণীও নিজের ট্যুইটে যোগ করেন প্রিয়াঙ্কা গান্ধী।
"Three things cannot be long hidden: the sun, the moon, and the truth”
~Gautama Buddha
माननीय उच्चतम न्यायालय को न्यायपूर्ण फैसला देने के लिए धन्यवाद।
सत्यमेव जयते।
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) August 4, 2023