কোচি, ৩০ ডিসেম্বরঃ এখনও উমা থমাসের (Uma Thomas) অবস্থা আশঙ্কাজনক। ১৫ ফুট উঁচু থেকে পড়ে গিয়ে কংগ্রেস বিধায়কের শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ ক্ষতবিক্ষত। ভেন্টিলেশনে রেখে চলছে চিকিৎসা। রবিবার সন্ধ্যায় কোচির জওহরলাল নেহরু আন্তর্জাতিক স্টেডিয়ামে (Kochi Jawaharlal Nehru Stadium একটি নাচের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বিধায়ক উমা। সেখানেই গ্যালারি থেকে পড়ে গিয়ে দুর্ঘটনার শিকার হন তিনি। সোমবার কোচি সিটি পুলিশ অনুষ্ঠানের আয়োজকদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। অতিথিদের নিরাপত্তা এবং সুরক্ষার দিকটি বিবেচনা না করেই স্টেডিয়ামের গ্যালারিতে মঞ্চ স্থাপনের অভিযোগ তুলে অনুষ্ঠান আয়োজকদের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করেছে কোচি সিটি পুলিশ (Kochi City Police)।
রবিবাসরীয় সন্ধ্যায় কোচির জওহরলাল নেহরু আন্তর্জাতিক স্টেডিয়ামে 'মৃদঙ্গ নাদম' নামে নাচের একটি অনুষ্ঠান আয়োজিত হয়েছিল। প্রায় ১২,০০০ নৃত্যশিল্পী গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের জন্য এই অনুষ্ঠানে ভরতনাট্যম পরিবেশনে যোগ দিয়েছিলেন। সেখানে বিশেষ অতিথি হয়ে উপস্থিত হয়েছিলেন থ্রিক্কাকারার কংগ্রেস বিধায়ক উমা থমাস (Uma Thomas)। ভিআইপি গ্যালারিতে আসন স্থির ছিল তাঁর জন্যে। কিন্তু সেখানেই বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি হয়। ধাক্কাধাক্কিতে ১৫ ফুট উঁচু গ্যালারি থেকে সোজা নীচে পড়েন উমা। কংক্রিটের মাঝেতে পড়ে ক্ষতবিক্ষত অবস্থা হয়। তড়িঘড়ি বিধায়ককে তুলে কাছের এক বেসরকারি হাসপাতালে আনা হয়।
ভেন্টিলেটর সাপোর্টে রেখে চিকিৎসা চলছে বিধায়কের। হাসপাতালের তরফে জারি করা মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে, থ্রিক্কাকারার কংগ্রেস বিধায়ক উমা থমাসের (Uma Thomas) মাথায় এবং হৃদপিণ্ডে গুরুতর চোট লেগেছে। মুখ এবং পাঁজরের কিছু হাড় ভেঙে গিয়েছে। এছাড়াও ফুসফুসে অভ্যন্তরীণ রক্তপাত হয়েছে। তাঁর শরীরে কোন সাড় নেই।
রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ জানান, চিকিৎসকদের একটি বিশেষজ্ঞ মেডিক্যাল দল শীঘ্রই গঠন করা হবে। যারা হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে যোগ দিয়ে একযোগে পর্যবেক্ষণে রেখে বিধায়কের চিকিৎসা করবেন