সোশ্যাল মিডিয়া ( Social Media) রিলের (Reels) জন্য জনপ্রিয় ওটিটি সিরিজ (OTT Series) 'মির্জাপুর' (Mirzapur)-এর একটি দৃশ্য নকল করার জন্য দুই যুবককে গ্রেফতার করল পুলিশ। জনশান্তি বিঘ্নিত করার অভিযোগে দু'জনকে গ্রেফতার করা হয়েছে বলে জনিয়েছে পুলিশ (Police) । অভিযুক্তদের নাম বেদ প্রকাশ যাদব এবং আমান যাদব কাট্টা। পুলিশ জানিয়েছে, একটি ভাইরাল রিলের জন্য দু'জনকে গ্রেফতার করা হয়েছে। এই ভাইরাল রিলে দেখা যাচ্ছে, বেদ গাড়ির ড্যাশবোর্ডে পা রেখেছেন। আর সেই ড্যাশবোর্ডেই রাখা মদনমোহন মালভিয়ার মূর্তি। এই ভিডিয়োতে আরও দেখা যাচ্ছে বেদ একটি চেয়ারে বসে ধূমপান করছেন, আর আমান তাঁর পিছনে দাঁড়িয়ে আর।। ব্যাকগ্রাউন্ডে বাজছে 'মির্জাপুর'-এর থিম সং। রিলটি ভাইরাল হতেই স্থানীয়দের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। পুলিশ ইন্সপেক্টর ক্যান্ট শিবকান্ত মিশ্র বলেছেন, "জনশান্তি বিঘ্নিত করার অভিযোগে এই দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। উভয় যুবককে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হয় এবং পরে তাঁদের জামিনে মুক্তি দেওয়া হয়।" আধিকারিক জানান, ভিডিয়োটি ভাইরাল হতেই,স্বাধীনতা সংগ্রামী এবং পন্ডিত মদন মোহন মালভিয়াকে অপমান করা হয়েছে বলে অভিযোগ আনেন স্থানীয়রা। এরপরই এই দুই যুবককে গ্রেফতার করা হয়।
2 UP Men Imitate Scene From 'Mirzapur' For A Reel, Arrested https://t.co/mSPYmXDvTf pic.twitter.com/GVvyDOAk58
— NDTV News feed (@ndtvfeed) July 11, 2024